এডোবি ফটোশপ কী? [MCQ]

Question: এডোবি ফটোশপ কী?

সঠিক উত্তরঃ গ) ছবি সম্পাদনার প্রোগ্রাম

উত্তরঃ গ) ছবি সম্পাদনার প্রোগ্রাম

Explanation:- এডোবি ফটোশপ হলো ছবি সম্পাদনার প্রোগ্রাম ৷

ফটোশপ হলো জনপ্রিয় গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা জন ওয়ারনকের এডোবি সিস্টেম ইনকর্পোরেট এর শক্তিশালী ইমেজ এডিটিং গ্রাফিক্স প্রোগ্রাম। ‘পোস্টস্ক্রিপ্ট’ নামক প্রিন্টার ল্যাংগুয়েজ, একমাত্র ফন্ট এডিটর ‘ফন্টোগ্রাফার’, ইন্ডাস্ট্রিয়াল স্যান্ডার্ড ইলাস্ট্রেশন গ্রাফিক্স সফটওয়্যার ইলাস্ট্রেটর, পেজমেকিংয়ের জন্য ‘পেজমেকার’ ইত্যাদি সব এডোবির তৈরি সফটওয়্যার যা গ্রাফিক্স এপ্লিকেশন হিসেবে সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে।

পিসির অপারেটিং সিস্টেম, ওয়ার্ডপ্রসেসিং, স্প্রেডশিট এনালিসিস, ডেটাবেজ ম্যানেজমেন্ট, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি সফটওয়্যার নির্মাতা হিসেবে বিল গেটসের মাইক্রোসফটের আধিপত্য দুনিয়াজোড়া। অন্যদিকে মাল্টিমিডিয়া, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবপেজ ডিজাইন ইত্যাদির সফটওয়‍্যার নির্মাতা হিসেবে এডোবি তার শীর্ষস্থানকে আজও অম্লান করে রেখেছে। এডোবি ফটোশপের বিভিন্ন শক্তিশালী ফিচার ব্যবহার করে ইমেজকে এডিটিং করে বিভিন্ন রঙ ব্যবহার করে আকর্ষণীয় সব ইফেক্ট দিয়ে কাঙ্খিতরূপে উপস্থাপন করা যায়। এটি হলো প্রকাশনা, মাল্টিমিডিয়া এবং অনলাইন গ্রাফিক্স তৈরির জন্য একটি অনন্য গ্রাফিক্স প্রোগ্রাম। ম্যাকের জন্য তৈরি হলেও আইবিএম পিসিতেও এটি সমানভাবে কার্যকর।

তাই প্রোগ্রামটি বর্তমানে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। এতটাই জনপ্রিয় যে বলা চলে বিশ্বের গ্রাফিক্স এডিটিং সফটওয়্যারগুলোর মধ্যে এটি অপ্রতিদ্বন্দ্বী একটি সফটওয়‍্যার। দিনকে দিন সফটওয়্যারটির উন্নয়ন সাধিত হচ্ছে। সর্বশেষ ভার্সন এডোবি ফটোশপ সিএস৪ এর নতুন নতুন সব ফিচার এটিকে আরও শক্তিশালী গ্রাফিক্স এডিটিং সফটওয়‍্যার হিসেবে উপস্থাপন করেছে।

Related Questions:-

Scroll to Top