Question: অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফি এর জনক কে?
👁 128
Explanation:- অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফি এর জনক জন ম্যাকাফি ৷
আরও জানুনঃ পরিক্ষায় আসা ৫০+ কম্পিউটার সফটওয়্যার MCQ
কম্পিউটার ভাইরাস কি?
উত্তরঃ ভাইরাস হল এমন একটি প্রোগ্রাম যা একটি ধ্বংশকারীসন্ত্রাসী হিসেবে/ নিজেকে অর্থাৎ এর) “এক্সিকিউটেবল” অংশকেঅন্যান্য ( প্রোগ্রামের সাথে সংযোগ করে সংক্রমণ ঘটায় এবং ধ্বংশযজ্ঞ চালায়। কম্পিউটারের পরিভাষায় ভাইরাস) VIRUS) শব্দটি ভাঙলে পাওয়া যায় ‘ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ) Vital Information Resources Under Seize)’ অর্থাৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। প্রখ্যাত গবেষক ‘ফ্রেড কোহেন’ ভাইরাসের নামকরণ করেন।
Related Questions:-