বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী CIH ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে? [MCQ]

Question: বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী CIH ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে?

সঠিক উত্তরঃ ক) ২৬ এপ্রিল ৯৯

উত্তরঃ ক) ২৬ এপ্রিল ৯৯

Explanation:- বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী CIH ভাইরাস ২৬ এপ্রিল ৯৯ তারিখে কম্পিউটার আক্রমণ করে ৷

১৯৯৮ এর জুনের শুরুতে তাইওয়ানে প্রথম সিআইএইচ(CIH) ভাইরাস দেখা যায়। ভাইরাসের নির্মাতা একে স্থানীয় ইন্টারনেট কনফারেন্সে পাঠায়। তারপর তা ইন্টারনেটে বিশ্বব্যাপি ছড়ায়।

CIH ভাইরাস তৈরি করেন চেন ইং হাও-এর নামের অদ্যাক্ষর অনুযায়ী ভাইরাসটির নামকরণ করা হয়। এ ভাইরাসকে চেরনোবিল ভাইরাসও বলা হয়। এটি ২৬শে এপ্রিল বিপর্যয় ঘটায়। ১৯৮৬ সালের ২৬শে এপ্রিল রাশিয়ার চেরনোবিলে মারাত্মক পারমাণবিক বিস্ফরণ ঘটেছিল। চেরনোবিলের ২৬শে এপ্রিলের ঘটনাকের স্মরণ করে এ ভাইরাস ২৬শে এপ্রিল কার্যকর হয় বলে একে চেরনোবিল ভাইরাস বলা হয়। একে ‘স্পেস ফিলার’ও বলে। কারণ এটি ফাইলের ভিতরের খালি জায়গা দখল করে। এর কারণে এন্টিভাইরাস ভাইরাসটি ধরতে পারেনা।

Related Questions:-

Scroll to Top