কোন শতকে মেইনফ্রেম কম্পিউটার তৈরি হয়? [MCQ]Published: May 19, 2024Last Updated: May 19, 2024 Question: কোন শতকে মেইনফ্রেম কম্পিউটার তৈরি হয়? ক) আঠারো শতকে খ) ঊনিশ শতকে গ) বিশ শতকে ঘ) একুশ শতকে সঠিক উত্তরঃ গ) বিশ শতকে 4.7/5(7 votes) 👁 90 Correct Answer উত্তরঃ গ) বিশ শতকে ৷ Explanation:- বিশ শতকে মেইনফ্রেম কম্পিউটার তৈরি হয় ৷ কোন শতকে মেইনফ্রেম কম্পিউটার তৈরি হয়? [MCQ] মেইনফ্রেম থেকে আকারে ছোট কিন্তু পার্সোনাল কম্পিউটার থেকে বড় কম্পিউটারকে বলে- [MCQ] মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি? [MCQ] Related Questions:- জিই ২০০ কোন প্রজন্মের কম্পিউটার? [MCQ] ডিজিটাল কম্পিউটার কত প্রকার? [MCQ] ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী? [MCQ] মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? [MCQ] আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী? [MCQ] সিপিইউ বা প্রসেসর MCQ প্রশ্ন উত্তর | Computer CPU MCQ PDA কোন ধরনের কম্পিউটার? [MCQ] মার্ক-১ এর দৈর্ঘ্য কত ছিল? [MCQ] পার্সোনাল কম্পিউটারে বহুল ব্যবহৃত কয়েকটি সহায়ক মেমোরী হলো- [MCQ] অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফি এর জনক কে? [MCQ] কম্পিউটারের ব্যবহারঃ শিক্ষা, চিকিৎসা, কৃষি ও বিনোদন ক্ষেত্রে কম্পিউটার দিয়ে সর্বপ্রথম কোন কাজটি করানো হতো? [MCQ]