১৯৪৯ সালে তৈরি হয়- [MCQ]

Question: ১৯৪৯ সালে তৈরি হয়-

উত্তরঃ ক) এডভ্যাক

Explanation:- ১৯৪৯ সালে তৈরি হয়-এডভ্যাক ৷

  1. EDVAC এর পূর্ণ রূপ কী?

    উত্তরঃ EDVAC এর পূর্ণ রূপ হলো Electronic Discrete Variable Automatic Computer.

  2. EDVAC কম্পিউটারের প্রাথমিক লক্ষ্য কি ছিল?

    উত্তরঃ EDVAC কম্পিউটারের প্রাথমিক লক্ষ্য ছিল একটি সংরক্ষিত-প্রোগ্রাম কম্পিউটার তৈরি করা, যা মেমরি থেকে নির্দেশাবলী কার্যকর করতে পারে।

  3. EDVAC কম্পিউটারের জনক বলা হয় কাকে?

    উত্তরঃ EDVAC কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে ৷

  4. প্রথম EDVAC কম্পিউটার কোথায় নির্মিত হয়েছিল?

    উত্তরঃ প্রথম EDVAC কম্পিউটার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ নির্মিত হয়েছিল।

Related Questions:-

Scroll to Top