Question: চ্যাট জিপিটি প্রতিষ্ঠাতা কে? Founder of Chat GPT
Explanation:- চ্যাট জিপিটি প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান ৷
চ্যাটজিপিটি (Chat GPT)
চ্যাটজিপিটির পূর্ণরূপ হলো চ্যাট জেনারেটিভ প্রি- ট্রেইনড ট্রান্সফরমার Chat Generative Pre-Trained Transformer। এখানে জেনারেটিভ শব্দের অর্থ তৈরি করা, প্রি ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষিত ট্রান্সফর্মার। এটি ২০২২ সালের নভেম্বরে ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (ওপেনএআই) দ্বারা তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কাজ করবে। প্রোগ্রামটি ওপেনএআই-এর জিপিটি-৩.৫ পরিবারের বৃহৎ (ল্যাঙ্গুয়েজ) ভাষার মডেলের উপরে নির্মিত। ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান। ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি, যার একজন প্রতিষ্ঠাতা হলেন ধনকুবের ইলন মাস্ক।
চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। কোনো ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের মতো করে যোগাযোগ স্থাপন করতে পারে; অর্থাৎ ম্যাসেজের রিপ্লাই দিতে পারে। ২০১৫ সালে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান শুরু করেছিলেন এই চ্যাটবট তৈরি করার কাজ। চ্যাটজিপিটির রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার। রচনা লেখা থেকে শুরু করে গানের লিরিক্স লেখা, গল্প লেখা, এমনকি কবিতা লিখতেও নির্দেশ দেওয়া যাবে এই চ্যাটবটকে। চ্যাটজিপিটি মাইক্রোসফট এর সার্চ ইঞ্জিন বিং এর সাথে যুক্ত হয়েছে। চ্যাটজিপিটি ফ্রি ও প্রিমিয়াম দুটি অপশনই রয়েছে। চ্যাটজিপিটির প্রিমিয়াম পরিষেবার জন্য, ChatGPT Plus, যার প্রতি মাসে খরচ হবে ২০ ডলার। চ্যাটজিপিটির প্রফেশনাল প্ল্যান প্রকাশ করার পরিকল্পনা করছে যার খরচ হবে প্রতি মাসে ৪২ ডলার।
Related Questions:-