কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি? [MCQ]By Priobd / June 13, 2024 Question: কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি? ক) ROM খ) RAM গ) সিপিইউ ঘ) Hard disc 4.7/5(8 votes) 👁 73 ভিউ Correct Answer উত্তরঃ খ) RAM ৷ Explanation:- কম্পিউটার এর অস্থায়ী মেমোরি বলা হয় RAM কে ৷ Related Post:- RAM Cache এর জন্য মোট RAM এর কত অংশের বেশি বরাদ্দ করা উচিত নয়? [MCQ] RAM Cache-এর কত ভাগের বেশি ব্যবহার করা উচিত নয়? [MCQ] RAM Cache নিচের কোনটির অংশ বিশেষ? [MCQ] কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয়? [MCQ] নিচের কোন যন্রাংশটি কম্পিউটার বানানোর জন্য অত্যাবশ্যক? [MCQ] র্যাম সমস্যাযুক্ত হলে কোন সমস্যাটি দেখা দেয়? [MCQ] র্যাম এর connector সমূহকে কীভাবে পরিষ্কার করতে হবে? [MCQ] র্যাম স্লটকে কী দিয়ে পরিষ্কার করতে হবে? [MCQ] র্যামের নির্দেশানাগুলোকে অনেক সময় কি হিসাবে অভিহিত করা হয়? [MCQ] র্যাম-এর গতি বাড়ানোর জন্য কী ব্যবহার করা হয়? [MCQ] RAM Cache-এর কাজ কী? [MCQ] ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? [MCQ] নিচের কোনটি যোগ করে র্যামের ধারণ ক্ষমতা বাড়ানো যায়? [MCQ] কোনটি সহায়ক মেমোরি নয়? [MCQ] কম্পিউটারের কর্ম এলাকা কোনটি? [MCQ] কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি? [MCQ] র্যাম এর ধারণ ক্ষমতা- [MCQ] কিসের সাহায্যে RAM-এর ধারণ ক্ষমতা বাড়ানো যায়? [MCQ] কোর স্টোরেজ হিসেবে কাকে চিহ্নিত করা হয়? [MCQ] র্যাম কম্পিউটারের কোথায় বসানো থাকে? [MCQ]