Question: ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম কী?
Explanation:- ময়মনসিংহের গারো পাহাড় এর অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম হলো মান্দি ৷
- গারো মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃ গোষ্ঠী ৷
- এরা সনাতন ধর্মের উপজাতী ৷
- গারোদের সবচেয়ে বড় সামাজিক উৎসবের নাম ওয়ানগালা ।
-
গারো উপজাতিরা ময়মনসিংহ ছাড়া আর কোথায় দেখা যায়?
উত্তরঃ গারো উপজাতিরা ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এদের বসবাস দেখা যায় ।
-
গারোদের ভাষার নাম কি?
উত্তরঃ গারোদের ভাষার নাম মান্দি ৷
-
বাংলাদেশি গারোদের ভাষার নাম কি?
উত্তরঃ বাংলাদেশি গারোদের ভাষার নাম আচিক খুসিক ৷
-
গারোরা গ্রাম প্রধানকে কি বলে?
উত্তরঃ গারোরা গ্রাম প্রধানকে বলে নকসা ৷