ময়মনসিংহের গারো পাহাড় ও টাঙ্গাইল জেলায় কোন ক্ষুদ্র- নৃ -গোষ্ঠী বাস করে? [MCQ]

Question: ময়মনসিংহের গারো পাহাড় ও টাঙ্গাইল জেলায় কোন ক্ষুদ্র- নৃ -গোষ্ঠী বাস করে?

উত্তরঃ (খ) গারো

Explanation:- ময়মনসিংহ এর গারো পাহাড় ও টাঙ্গাইল জেলায় গারো ক্ষুদ্র- নৃ -গোষ্ঠী বাস করে

  1. উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত?

    উত্তরঃ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র নেত্রকোনায় অবস্থিত ৷

  2. গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোষাকের নাম কি?

    উত্তরঃ গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোষাকের নাম গান্দো ৷

  3. গারোদের আদি বাসস্থান কোথায়?

    উত্তরঃ গারোদের আদি বাসস্থান তিব্বত ৷

  4. গারোদের জনপ্রিয় খাবার কোনটি?

    উত্তরঃ গারোদের জনপ্রিয় খাবার মিউয়া ৷

4.7/5(8 votes)
Scroll to Top