এ দেশের বুকে আঠারো আসুক নেমে।–এ চরণের আঠারো বলতে বোঝায়? MCQ

Question: এ দেশের বুকে আঠারো আসুক নেমে।–এ চরণের আঠারো বলতে বোঝায়?

উত্তরঃ (D) যৌবন

[custom_post_buttons]

Explanation:-এ দেশের বুকে আঠারো আসুক নেমে।”–এ চরণের আঠারো বলতে বোঝায় যৌবন ৷

কবি উক্ত পঙক্তিটির মাধ্যমে প্রত্যাশা করেছেন, আঠারো বছর বয়সের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে ওঠে। আঠারো বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এ বয়সের তরুণরা জড়-নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে সব সময় নতুন জীবন রচনার স্বপ্ন দেখে। কল্যাণচিত্তা, সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি- এসবই আঠারো বছর বয়সি তারুণ্যের বৈশিষ্টী। কবির কামনা এসব বৈশিষ্ট্য দিয়েই যেন তরুণরা জাতীয় জীবনের ইতিবাচক পরিবর্তন ঘটায়।

4.7/5(8 votes)
Scroll to Top