“স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি”, আঠারো বছর বয়স কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের— MCQ

Question: “স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি”, আঠারো বছর বয়স কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের—

উত্তরঃ (D) আত্মনির্ভরতা

[custom_post_buttons]

Explanation:- “স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি”, আঠারো বছর বয়স কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের—আত্মনির্ভরতা ৷

  1. আঠারো বছর বয়সে তাজা তাজা প্রাণে কী হয়?

    উত্তরঃ আঠারো বছর বয়সে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা হয় ৷

  2. আঠারো বছর বয়সে প্রাণ কেমন থাকে?

    উত্তরঃ আঠারো বছর বয়সে প্রাণ তীব্র আর প্রখর থাকে ৷

  3. আঠারো বছর বয়সে কানে কী আসে?

    উত্তরঃ আঠারো বছর বয়সে কানে মন্ত্রণা আসে ৷

4.7/5(8 votes)
Scroll to Top