‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর’ বলতে বোঝানো হয়েছে- MCQ

Question: ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর’ বলতে বোঝানো হয়েছে-

উত্তরঃ (B) তীব্রতা ও সংবেদনশীলতা

[custom_post_buttons]

Explanation:- ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর’ বলতে বোঝানো হয়েছে-তীব্রতা ও সংবেদনশীলতা ৷

  1. আঠারাে বছর বয়স’ কবিতাটি কোন কাব্রস্থের অপ্তর্গত?

    উত্তরঃ আঠারাে বছর বয়স’ কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত ৷

  2. ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

    উত্তরঃ ছাড়পত্র কাব্যগ্রন্থটি ১৯৪৮ সালে প্রকাশিত হয় ৷

  3. আঠারাে বছর বয়স বাষ্পের বেগে কীসের মতো চলে?

    উত্তরঃ আঠারাে বছর বয়স বাষ্পের বেগে স্টিমারের মতাে চলে ৷

4.7/5(8 votes)
Scroll to Top