Question: “এ বয়স জানে রক্তদানের পুণ্য”- এ বাক্যটি নিচের কোন বাক্যকে সমর্থন করে?
[custom_post_buttons]
Explanation:- “এ বয়স জানে রক্তদানের পুণ্য”- এ বাক্যটি নিচের যে বাক্যকে সমর্থন করে তা হলো “এ বয়স আত্মত্যাগের মহিমায় ভাস্বর” ৷
-
আঠারো বছর বয়স কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ আঠারো বছর বয়স কবিতাটির রচয়িতা হলেন সুকান্ত ভট্টাচার্য ৷
-
আঠারো বছর বয়স কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ আঠারো বছর বয়স কবিতাটি কবির ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ৷