আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ কেমন? MCQ

Question: আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ কেমন?

উত্তরঃ (A) তীব্র আর প্রখর

[custom_post_buttons]

Explanation:- ‘আঠারো বছর বয়স’ কবিতায় এ বয়সে প্রাণ কেমন তীব্র আর প্রখর ৷

  1. কবি সুকান্ত ভট্টাচার্য কিসের জয়ধ্বনি শুনতে পান?

    উত্তরঃ কবি সুকান্ত ভট্টাচার্য আঠারোর জয়ধ্বনি শুনতে পান ৷

  2. কোন বয়স স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি নেয়?

    উত্তরঃ আঠারো বছর বয়স স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি নেয় ৷

  3. কখন হাল ঠিকমতো রাখা কঠিন হয়ে পড়ে?

    উত্তরঃ দুর্যোগের সময় হাল ঠিকমতো রাখা কঠিন হয়ে পড়ে ৷

Related Post

  1. আঠারো বছর বয়স দুঃসহ কেন? MCQ
  2. এ দেশের বুকে আঠারো আসুক নেমে কেন? MCQ
  3. এ দেশের বুকে আঠারো আসুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারো প্রত্যাশা করেছেন? MCQ
  4. এ দেশের বুকে আঠারো আসুক নেমে।–এ চরণের আঠারো বলতে বোঝায়? MCQ
1 3 4 5
4.7/5(8 votes)
Scroll to Top