Question: আঠারো বছর বয়স ভয়ংকর কেন?
[custom_post_buttons]
Explanation:- “আঠারো বছর বয়স ভয়ংকর” কারণ এ বয়সে কানে নানা মন্ত্রণা আসে বলে ৷
-
আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কী হয়ে যায়?
উত্তরঃ আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কালো হয়ে যায় ৷
-
‘আঠারো বছর বয়স’ কবিতায় কোন বয়সকে ‘দুঃসহ বলা হয়েছে?
উত্তরঃ ‘আঠারো বছর বয়স’ কবিতায় আঠারো বছর বয়সকে ‘দুঃসহ বলা হয়েছে ৷
-
“এ দেশের বুকে আঠারো আসুক নেমে”- কে বলেছেন?
উত্তরঃ “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”- সুকান্ত ভট্টাচার্য বলেছেন ৷
Related Post
- এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে কথাটি দ্বারা আঠারো বছর বয়সীদের কোন দিকটি প্রকাশ পেয়েছে? MCQ
- এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ পঙক্তি দ্বারা কী বোঝানো হয়েছে? MCQ
- ‘আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক।’- এ প্রত্যাশার প্রতিফলন ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন চরণটিতে ঘটেছে? MCQ
- আঠারো বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে? MCQ
- আঠারো বছর বয়স কবিতায় আঠারো অর্থ কি? MCQ
- আঠারো বছর বয়সের ভয় নেই কেন? MCQ
- আঠারো বছর বয়সে কী নেই? MCQ
- আঠারো বছর বয়স কবিতায় আঠারো বছর বয়সে কেমন আঘাত আসে? MCQ
- আঠারো বছর বয়সের তরুণরা আত্মাকে কোথায় সঁপে দেয়? MCQ
- আঠারো বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কী সঁপে দেয়? MCQ