আঠারো বছর বয়স ভয়ংকর কেন? MCQ

Question: আঠারো বছর বয়স ভয়ংকর কেন?

উত্তরঃ (A) এ বয়সে কানে নানা মন্ত্রণা আসে বলে

[custom_post_buttons]

Explanation:-আঠারো বছর বয়স ভয়ংকর” কারণ এ বয়সে কানে নানা মন্ত্রণা আসে বলে ৷

  1. আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কী হয়ে যায়?

    উত্তরঃ আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কালো হয়ে যায় ৷

  2. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কোন বয়সকে ‘দুঃসহ বলা হয়েছে?

    উত্তরঃ ‘আঠারো বছর বয়স’ কবিতায় আঠারো বছর বয়সকে ‘দুঃসহ বলা হয়েছে ৷

  3. “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”- কে বলেছেন?

    উত্তরঃ “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”- সুকান্ত ভট্টাচার্য বলেছেন ৷

Related Post

  1. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে কথাটি দ্বারা আঠারো বছর বয়সীদের কোন দিকটি প্রকাশ পেয়েছে? MCQ
  2. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ পঙক্তি দ্বারা কী বোঝানো হয়েছে? MCQ
  3. ‘আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক।’- এ প্রত্যাশার প্রতিফলন ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন চরণটিতে ঘটেছে? MCQ
  4. আঠারো বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে? MCQ
  5. আঠারো বছর বয়স কবিতায় আঠারো অর্থ কি? MCQ
  6. আঠারো বছর বয়সের ভয় নেই কেন? MCQ
  7. আঠারো বছর বয়সে কী নেই? MCQ
  8. আঠারো বছর বয়স কবিতায় আঠারো বছর বয়সে কেমন আঘাত আসে? MCQ
  9. আঠারো বছর বয়সের তরুণরা আত্মাকে কোথায় সঁপে দেয়? MCQ
  10. আঠারো বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কী সঁপে দেয়? MCQ
1 2 3 4 5
4.8/5(9 votes)
Scroll to Top