Question: আঠারো বছর বয়সের ইতিবাচক দিক প্রতিফলিত হয়েছে নিচের কোন চরণে?
[custom_post_buttons]
Explanation:- আঠারো বছর বয়সের ইতিবাচক দিক প্রতিফলিত হয়েছে নিচের যে চরণে তা হলো “সঁপে আত্মাকে শপথের কোলাহলে” ৷
-
আঠারো বছর বয়স পথে-প্রান্তরে কী ছোটায়?
উত্তরঃ আঠারো বছর বয়স পথে-প্রান্তরে তুফান ছোটায় ৷
-
‘আঠারো বছর বয়স কীসে বাঁচে?
উত্তরঃ ‘আঠারো বছর বয়স দুর্যোগে আর ঝড়ে বাঁচে ৷
-
এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়- পঙ্ক্তিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে?
উত্তরঃ এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়- পঙ্ক্তিতে আঠারো বছর বয়সের কথা বলা হয়েছে ৷
Related Post
- আঠারো বছর বয়সের ইতিবাচক দিক প্রতিফলিত হয়েছে নিচের কোন চরণে? MCQ
- ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’- কোন ধরনের মন্ত্রণার সম্মুখীন হয় তরুণরা? MCQ
- আঠারো বছর বয়স ভয়ংকর কেন? MCQ
- আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ কেমন? MCQ
- আঠারো বছর বয়সের সংবেদনশীলতার কথা উঠে এসেছে নিচের কোন চরণে? MCQ
- আঠারো বছর বয়স কবিতায় শপথের কোলাহল বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? MCQ
- আঠারো বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়? MCQ
- ‘প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য’- জীবনের কোন সময়ে? MCQ
- প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য পড়ক্তিটির রচয়িতা কে? MCQ
- আঠারো বছরের তরুণেরা কেমন বেগে চলে? MCQ