নেপালের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? MCQ

4.8/5(9 votes)

নেপালে একজন প্রধানমন্ত্রী রয়েছে এবং প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন রয়েছে ৷ সরকারের ঐ বাসভবনে সরকারের বিভিন্ন কার্যক্রমসহ সভা মিটিং হয়ে থাকে ৷ কিন্তু আপনি কি জানেন, নেপাল প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি এবং লোকেশন কোথায়? এই আর্টিকেলে বিস্তারিত জানতে পারবেন ৷

নেপালের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? MCQ

নেপালের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?

A)সিংহ দরবার
B)বালুওয়াতার
C)নারায়ণহিতি প্রাসাদ
D)পশুপতিনগর

উত্তরঃ A) বালুওয়াতার

Explanation:- নেপাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম বালুওয়াতার(Baluwatar). নেপালের রাজধানী কাঠমান্ডুতে বালুওয়াতার অবস্থিত ৷ ঐ জায়গাটির নামই হলো বালুওয়াটার ৷ স্থানটিতে বাসভবন ছাড়াও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস রয়েছে ৷ নারায়ণহিটি প্রাসাদ যাদুঘর এবং সিংহ দরবার সেখানেই অবস্থিত ৷

বাসভবনটি পূর্বে একটি ব্যক্তিগত বাড়ি হিসেবে নির্মিত হলেও পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হয় ৷ নেপালের রাজা মহেন্দ্রের শাসনের সময় থেকে এটি সরকারী বাসভবন হিসাবে ব্যবহৃত হয়ে আসছে ৷ এখানে সরকারি বাসভবন হওয়ার পর স্থানটি কঠোর নিরাপত্তা এবং এর আশে পাশের এলাকাসহ স্পেসিয়াল বাহিনী দ্বারা নিরাপদ রয়েছে ৷

বালুওয়াতার নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন এবং অফিস কার্যালয় উভয় হিসেবে ব্যবহার হয় ৷ বাসভবনটিতে বেশ কয়েকটি ভবন, বাগান এবং অফিস রয়েছে ৷ এখানে বিভিন্ন সম্মেলন কক্ষ রয়েছে যেখানে জাতীয় ও আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হয়। কূটনীতিক এবং বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা প্রায়ই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য বালুওয়াটারে আসেন ৷

আরও দেখুনঃ-

Scroll to Top