ভারতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? এমন প্রশ্ন অনেকেই করে থাকনে ৷ ভারত বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র ৷ কিন্তু অনেকেই জানি না ভারত সরকারের বাসভবনের নাম কি ৷ এই পোষ্টে ভারত সরকারের সরকারি বাসভবনের নাম বিস্তারিতসহ জানতে পারবেন ৷
ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি?
A) | লোক কল্যাণ মার্গ |
B) | গণভবন |
C) | হোয়াইট হাউস |
D) | কিরিবিলি ভবন |
Explanation:- ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নাম 7, লোক কল্যাণ মার্গ(7, Lok Kalyan Marg). পূর্বে 7, রেসকোর্স রোড নামে পরিচিত ছিলো ৷ ২০১৬ সালে রেসকোর্স রোড নাম থেকে পরিবর্তন করে লোক কল্যাণ মার্গ রাখা হয় ৷ এটি ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত ৷ এখানে রয়েছে দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের আবাস্থল ৷ তাছাড়াও রয়েছে ভারতীয় সংসদ ভবন এবং রাষ্ট্রপতির ভবনসহ সরকারি বড় বড় ভবনগুলো ৷
প্রধানমন্ত্রীর বাসভবন শুধু একটি ভবন নিয়ে সীমাবদ্ধ নয় বরং বিশাল জায়গা জুড়ে বিস্তৃত পাঁচটি বাংলোর (বাংলো ১, ২, ৫, ৭ এবং ৯) নিয়ে এই কমপ্লেক্স। এগুলোর মধ্যে প্রধান এবং প্রধানমন্ত্রীর বাসভবন হলো ৭, লোক কল্যাণ মার্গ ৷ বাসভবনটি স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) দ্বারা প্রবলভাবে সুরক্ষিত থাকে ৷
বিশাল এরিয়াতে রয়েছে বাগান, হেলিপ্যাড সুবিধা এবং দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য মিটিং রুম ৷ লোক কল্যাণ মার্গ শুধু প্রধানমন্ত্রীর বসবাসই নয় বরং এটি প্রশাসনিক কেন্দ্র হিসেবেও পরিচিত ৷ প্রধানমন্ত্রী দেশের অন্যান্য মূখ্যমন্ত্রীদের সাথে বৈঠক, কূটনীতিক এবং বিদেশী রাষ্ট্রপ্রধানদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করে থাকেন ।
আরও দেখুনঃ-