ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের নাম বিস্তারিতসহ MCQ

4.8/5(9 votes)

ব্রিটিশ বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? এই পোষ্টে বিস্তারিতসহ জানতে পারবেন ৷ ব্রিটিশ এই বাসভবন ৩০০ বছর ধরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে কাজ করছে ৷ বাসভবনটি কেবল সৌন্দর্যের আইকনিক ল্যান্ডমার্কই নয়, রাজনৈতিক ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রও বিন্দু ৷ আসীন বিস্তারিতভাবে জেনে নেই,,

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের নাম বিস্তারিতসহ  MCQ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি?

A)বাকিংহাম প্যালেস
B)10 ডাউনিং স্ট্রিট
C)হোয়াইট হাউস
D)কিরিবিলি ভবন

উত্তরঃ B) 10 ডাউনিং স্ট্রিট

Explanation:- যুক্তরাজ্য বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম ১০ নং ডাউনিং স্ট্রীট। এটি ওয়েস্টমিনস্টার , লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ৷ ১০ নং ডাউনিং স্ট্রিট পার্লামেন্ট হাউস এবং বাকিংহাম প্যালেস এর কাছাকাছি অবস্থিত ৷ ডাউনিং স্ট্রিট একটি রাস্তার নাম ৷

স্যার জর্জ ডাউনিং সর্বপ্রথম এটি একটি বাড়ি হিসেবে নকশা করেছিলে(১৬৮০ শতকে) এবং তার নামানুসারে রাস্তাটির নামকরণ করা হয় ৷ তারপর১৭৩৫ সালে, রাজা দ্বিতীয় জর্জ ব্রিটেনের প্রথম সরকারী প্রধানমন্ত্রী স্যার রবার্ট ওয়ালপোলকে ১০ নং ডাউনিং স্ট্রিট বাসভবনে থাকার অনুমতি দেওয়া হয় ৷ তারপর থেকে এটি ব্রিটিশ প্রধানমন্ত্রীদের সরকারী বাসভবন হয়ে আসছে ৷

বাসভবনের অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনঃ

  • ১১নং ডাউনিং স্ট্রিট (১১ নম্বর) : চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার বা যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সরকারী বাসভবন । ১০নং এবং ১১নং পাশাপাশি রয়েছে ৷
  • ১২নং ডাউনিং স্ট্রিট (১২ নম্বর) : পূর্বে চিফ হুইপের কার্যালয় হিসাবে ব্যবহৃত হত, বর্তমানে এটি মন্ত্রিপরিষদ অফিসের অংশ । এটি প্রশাসনিক উদ্দেশ্যে এবং কখনও কখনও প্রেস ব্রিফিংয়ের জন্য ব্যবহৃত হয় ।
  • ৯ নম্বর ডাউনিং স্ট্রিট : এই ভবনটিও ক্যাবিনেট অফিসের অংশ ৷ এটি প্রধানমন্ত্রীর প্রেস অফিসের পাশাপাশি প্রেস ব্রিফিংয়ের জন্য ব্যবহৃত হয় ।

প্রধানমন্ত্রীর বাসভবনটি বাহিরের রং কালো এবং ভিতরে বিশাল জায়গা নিয়ে তৈরি ৷ উল্লেখযোগ্য কক্ষের মধ্যে রয়েছে:

  • মন্ত্রিসভা কক্ষ : এখানে দেশের মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী আলোচনা করে থাকেন ৷
  • টেরেস গার্ডেন
  • পিলার রুম এবং হোয়াইট রুম : এগুলো অফিসিয়াল ইভেন্ট এবং রিসেপশনের জন্য ব্যবহৃত হয়।

১০নং ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন এবং অফিস উভয়ই হিসাবে ব্যবহৃত হয় ৷ ভবনটির প্রথম তলা অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হয় এবং দ্বিতীয় তলা থাকার জন্য ৷ ভবনটিতে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার বৈঠক , মিডিয়া ব্রিফিং এবং বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের সফর সবই এখানে হয়।

ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন তাই এটি অত্যন্ত সুরক্ষিত। পুরো এলাকাটি
মেট্রোপলিটন পুলিশের দ্বারা ২৪ ঘন্টা নজরদারিতে থাকে এবং একটি স্পেশাল ফোর্স নিরাপত্তা দল দ্বারা সুরক্ষিত ।

কাছাকাছি রয়েছে এমন ল্যান্ডমার্কগুলো হলোঃ-

  • হাউস অফ পার্লামেন্ট ৷
  • ওয়েস্টমিনস্টার অ্যাবে ৷
  • বাকিংহাম প্যালেস ৷
  • সেন্ট জেমস পার্ক ৷

১০নং ডাউনিং স্ট্রিট এ রয়েছে এমন সব বিখ্যাত ব্যক্তিরা হলেন উইনস্টন চার্চিল , মার্গারেট থ্যাচার , টনি ব্লেয়ার এবং সম্প্রতি বরিস জনসন এবং ঋষি সুনাক ৷ এদের মধ্যে মার্গারেট থ্যাচার (১৯৭৯-১৯৯০) সবচেয়ে বেশি সময় ধরে বাসভবনে রয়েছেন ৷

আরও দেখুনঃ-

Scroll to Top