অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম ক্যানবেরা এবং সিডনীতে MCQ

4.8/5(9 votes)

অস্ট্রেলিয়াতে প্রধানমন্ত্রীর জন্য দুটি আলাদা সরকারি বাসভবন রয়েছে ৷ একটি রয়েছে ক্যানবেরায় অপরটি সিডনিতে ৷ কিন্তু আমরা অনেকেই জানি না, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? এই পোষ্টে অস্ট্রেলিয়ার দুটি গুরুত্বপূর্ণ শহরে সরকারের বাসভবনের নাম জানতে পারবেন ৷ দুটির যখন যেখানে প্রয়োজন প্রধানমন্ত্রীর থাকা, বৈঠক, ব্রিফিংসহ অফিসিয়াল কাজগুলো করার জন্য সেখানে অবস্থান করেন ৷

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম ক্যানবেরা এবং সিডনীতে MCQ

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?

A)অপেরা হাউস
B)মানুকা
C)ইয়ুরালা
D)দি লজ

উত্তরঃ D) দি লজ

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?

A)অপেরা হাউস
B)কিরিবিলি হাউস
C)ইয়ুরালা
D)দি লজ

উত্তরঃ B) কিরিবিলি হাউস

Explanation:- অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম দি লজ(The Lodge) এবং অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কিরিবিলি হাউস(Kirribilli House) ৷ দি লজ ডিকিনের ক্যানবেরার শহরের ৫ অ্যাডিলেড অ্যাভিনিউতে অবস্থিত ৷ অন্যদিকে কিরিবিলি হাউজ ১০৯ কিরিবিলি অ্যাভিনিউ, কিরিবিলি , সিডনিতে অবস্থিত ।

দি লজ অস্ট্রেলিয়ার সংসদ ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলোর কাছাকাছি অবস্থিত ৷ ভবনটি ১৯২৬ সালে নির্মান করা হয় ৷ এটি নির্মান করা হয়েছে মেলবোর্নের স্থপতি পার্সি মেলড্রাম এবং হ্যারল্ড ডেসব্রো-অ্যানার দ্বারা এবং জর্জিয়ান রিভাইভাল স্টাইলে ৷ এটি দ্বিতল প্রাসাদ এবং সুসজ্জিত বাগান দেখতে খুব সুন্দর লাগে ৷

এর ভিতরে রয়েছে লিভিং রুম এবং ড্রয়িং রুম ৷ রয়েছে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের জন্য কোয়ার্টার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যে সবসময় এখানেই থাকেন তা নয়, তিনি সিডনিতে কিরিবিলি হাউজে সময় পার করেন ৷ তাছাড়াও তিনি ব্যক্তিগতভাবে দেশের বিভিন্ন জায়গায় থাকতে পছন্দ করেন ৷

যেহেতু এটি প্রধানমন্ত্রীর বাসভবন, সেহেতু অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ দ্বারা নিরাপত্তায় থাকে ৷ কিরিবিলি হাউস প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন । দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ বৈঠক, মিটিং, ব্রিফিং এবং অফিসিয়াল কাজগুলো করতে এটি ব্যবহার করে থাকেন ৷

সুতরাং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম ক্যানবেরায় দি লজ এবং সিডনিতে কিরিবিলি হাউজ ৷

ক্যানবেরায় দি লজ এর কাছাকাছি প্রধান আকর্ষণ

  • সংসদ ভবন(Parliament House) : বাসভবন থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে ৷
  • অস্ট্রেলিয়ান যুদ্ধ স্মৃতিসৌধ(Australian War Memorial) : ৬ কিলোমিটার ৷
  • অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি : প্রায় ৪ কিলোমিটার দূরে ৷
  • অস্ট্রেলিয়ার জাতীয় গ্রন্থাগার : মাত্র ৩ কিলোমিটার দূরে ৷
  • লেক বার্লি গ্রিফিন : দুই কিলোমিটার দূরে ৷
  • ওল্ড পার্লামেন্ট হাউস : মাত্র দুই কিলোমিটার দূরে এবং অস্ট্রেলীয় গণতন্ত্রের জাদুঘর বলা হয় ৷

সিডনিতে কিরিবিলি হাউজ এর কাছাকাছি প্রধান আকর্ষণ হলো

  • সিডনি অপেরা হাউস : কিরিবিলি হাউজ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ৷
  • সিডনি হারবার ব্রিজ : মাত্র দুই কিলোমিটার দূরে ৷
  • লুনা পার্ক সিডনি : মাত্র ১ কিলোমিটার দূরে ৷
  • রয়্যাল বোটানিক গার্ডেন : প্রায় ৩.৫ কিলোমিটার দূরে ৷
  • তারঙ্গা চিড়িয়াখানা : ৪ কিলোমিটার দূরে ৷
  • দ্য রকস : ৩ কি.মি. দূরে ৷

আরও দেখুনঃ-

Scroll to Top