অস্ট্রেলিয়াতে প্রধানমন্ত্রীর জন্য দুটি আলাদা সরকারি বাসভবন রয়েছে ৷ একটি রয়েছে ক্যানবেরায় অপরটি সিডনিতে ৷ কিন্তু আমরা অনেকেই জানি না, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? এই পোষ্টে অস্ট্রেলিয়ার দুটি গুরুত্বপূর্ণ শহরে সরকারের বাসভবনের নাম জানতে পারবেন ৷ দুটির যখন যেখানে প্রয়োজন প্রধানমন্ত্রীর থাকা, বৈঠক, ব্রিফিংসহ অফিসিয়াল কাজগুলো করার জন্য সেখানে অবস্থান করেন ৷
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?
A) | অপেরা হাউস |
B) | মানুকা |
C) | ইয়ুরালা |
D) | দি লজ |
অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?
A) | অপেরা হাউস |
B) | কিরিবিলি হাউস |
C) | ইয়ুরালা |
D) | দি লজ |
Explanation:- অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম দি লজ(The Lodge) এবং অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কিরিবিলি হাউস(Kirribilli House) ৷ দি লজ ডিকিনের ক্যানবেরার শহরের ৫ অ্যাডিলেড অ্যাভিনিউতে অবস্থিত ৷ অন্যদিকে কিরিবিলি হাউজ ১০৯ কিরিবিলি অ্যাভিনিউ, কিরিবিলি , সিডনিতে অবস্থিত ।
দি লজ অস্ট্রেলিয়ার সংসদ ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলোর কাছাকাছি অবস্থিত ৷ ভবনটি ১৯২৬ সালে নির্মান করা হয় ৷ এটি নির্মান করা হয়েছে মেলবোর্নের স্থপতি পার্সি মেলড্রাম এবং হ্যারল্ড ডেসব্রো-অ্যানার দ্বারা এবং জর্জিয়ান রিভাইভাল স্টাইলে ৷ এটি দ্বিতল প্রাসাদ এবং সুসজ্জিত বাগান দেখতে খুব সুন্দর লাগে ৷
এর ভিতরে রয়েছে লিভিং রুম এবং ড্রয়িং রুম ৷ রয়েছে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের জন্য কোয়ার্টার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যে সবসময় এখানেই থাকেন তা নয়, তিনি সিডনিতে কিরিবিলি হাউজে সময় পার করেন ৷ তাছাড়াও তিনি ব্যক্তিগতভাবে দেশের বিভিন্ন জায়গায় থাকতে পছন্দ করেন ৷
যেহেতু এটি প্রধানমন্ত্রীর বাসভবন, সেহেতু অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ দ্বারা নিরাপত্তায় থাকে ৷ কিরিবিলি হাউস প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন । দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ বৈঠক, মিটিং, ব্রিফিং এবং অফিসিয়াল কাজগুলো করতে এটি ব্যবহার করে থাকেন ৷
সুতরাং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম ক্যানবেরায় দি লজ এবং সিডনিতে কিরিবিলি হাউজ ৷
ক্যানবেরায় দি লজ এর কাছাকাছি প্রধান আকর্ষণ
- সংসদ ভবন(Parliament House) : বাসভবন থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে ৷
- অস্ট্রেলিয়ান যুদ্ধ স্মৃতিসৌধ(Australian War Memorial) : ৬ কিলোমিটার ৷
- অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি : প্রায় ৪ কিলোমিটার দূরে ৷
- অস্ট্রেলিয়ার জাতীয় গ্রন্থাগার : মাত্র ৩ কিলোমিটার দূরে ৷
- লেক বার্লি গ্রিফিন : দুই কিলোমিটার দূরে ৷
- ওল্ড পার্লামেন্ট হাউস : মাত্র দুই কিলোমিটার দূরে এবং অস্ট্রেলীয় গণতন্ত্রের জাদুঘর বলা হয় ৷
সিডনিতে কিরিবিলি হাউজ এর কাছাকাছি প্রধান আকর্ষণ হলো
- সিডনি অপেরা হাউস : কিরিবিলি হাউজ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ৷
- সিডনি হারবার ব্রিজ : মাত্র দুই কিলোমিটার দূরে ৷
- লুনা পার্ক সিডনি : মাত্র ১ কিলোমিটার দূরে ৷
- রয়্যাল বোটানিক গার্ডেন : প্রায় ৩.৫ কিলোমিটার দূরে ৷
- তারঙ্গা চিড়িয়াখানা : ৪ কিলোমিটার দূরে ৷
- দ্য রকস : ৩ কি.মি. দূরে ৷
আরও দেখুনঃ-