আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য কি কি? এর কি কাজ করার বুদ্ধিমত্তা রয়েছে অথবা এর IQ কত? আধুনিক কম্পিউটির দ্রুত সময়ে এবং নির্ভুলভাবে কাজ করতে পারে ৷ এখানে রয়েছে যেকোনো কাজ পুনরাবৃত্তি করার সুবিধা ৷ বিস্তারিত রয়েছে এই পোষ্টে
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে—
A) | বৃহৎ স্মৃতির আধার |
B) | দ্রুত গতিতে প্রশ্ন সমাধান |
C) | গভ্রমশূন্য ফলাফল |
D) | উপরের সবগুলো |
কম্পিউটার
ল্যাটিন শব্দ কম্পিউটেয়ার (Computare) থেকে ইংরেজিতে কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি। Compute শব্দের অর্থ হলো গণনা করা। তাই কম্পিউটারের আভিধানিক অর্থ হলো গণনাকারী বা হিসাবকারী যন্ত্র। শুরুতে কম্পিউটারের পরিচয় ছিল গণনা যন্ত্রের। কিন্তু এখন আর কম্পিউটারকে গণনা যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে।
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে —
- দ্রুত গতি (High Speed)
- নির্ভুলতা (Correctness)
- সূক্ষ্মতা (Accuracy)
- বিশ্বাসযোগ্যতা (Reliability)
- ক্লান্তিহীনতা (Dilligence)
- স্মৃতিশক্তি (Memory)
- স্বয়ংক্রিয়তা (Automation)
- যুক্তিসঙ্গত সিদ্ধান্ত (Logical Decision)
- বহুমুখিতা (Versatility)
- অসীম জীবনীশক্তি (Endless Life)
নির্বোধ কিন্তু বিশ্বস্ত যন্ত্র: কম্পিউটার অবিশ্বাস্য দ্রুত গতিতে অনেক বড় এবং জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করতে পারলেও কম্পিউটারের নিজের কোনো বুদ্ধি নেই। মানুষের তৈরি করে দেওয়া নির্দেশমালা অনুসরণ করেই কম্পিউটার সব রকমের কাজ সম্পন্ন করে। কম্পিউটারে প্রদান করা তথ্যে (ইনপুটে) ভুল থাকলে কম্পিউটারও তথ্য প্রক্রিয়াকরণ করে ভুল ফলাফল (আউটপুট) দেয়। কম্পিউটারের পরিভাষায় একে GIGO (Garbage In Garbage Out) বলে। পুনরাবৃত্তিমূলক কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে কম্পিউটারের উৎসাহ, মনোযোগ এবং সহিষ্ণুতার একটুও ঘাটতি হয় না।
আরও দেখুনঃ-