সাহিত্যে নোবেল পুরস্কার পান ২০২৪ কে? প্রতি বছরের ন্যায় এ বছরও নোবেল বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয় ৷ ২০২৪ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে? তিন কোন দেশের নাগরিক, কোন সাহিত্যের জন্য পুরস্কার পান এই পোষ্টে বিস্তারিতসহ জানতে পারবেন
২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? MCQ
A) | কাজুও ইশিগুরো |
B) | হান কাং |
C) | সালমান রুশদি |
D) | মার্গারেট অ্যাটউড |
হান কাং দক্ষিণ কোরিয়া একজন বিখ্যাত ঔপন্যাসিক, কবি এবং লেখিকা ৷ তিনি ২০২৪ সালে সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী ৷ তার জন্ম ২৭ নভেম্বর, ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে ৷ ৫৩ বছর বয়সে নোবেল বিজয়ী হোন ৷
তিনি তার “দ্য ভেজিটেরিয়ান” উপন্যাসের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিত হোন ৷ এর মাধ্যমে ২০১৬ সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পান ৷ “দ্য ভেজিটেরিয়ান” ২০০৭ সালে প্রথম কোরিয়ান ভাষায় প্রকাশিত হয় এবং পরে ডেবোরা স্মিথ এটি ইংরেজিতে অনুবাদ করেন ২০১৫ সালে ৷ এটি বাংলায় অনুবাদ করেন সময় প্রকাশন ৷
হান কাং এর আরেকটি অন্যতম বই ‘হিউম্যান অ্যাক্ট’ ৷ এটি ২০১৪ সালে প্রকাশিত হয় ৷ বইটিতে ১৯৮০ সালে গুয়াংজু বিদ্রোহের মর্মান্তিক ঘটনাগুলিকে বর্ণনা করা হয়েছে ৷ এটিও ২০১৬ সালে ডেবোরা স্মিথ ইংরেজিতে অনুবাদ করেন ৷
২০১০-২০২৪ সাহিত্যে নোবেল বিজয়ীদের তালিকা
সাল | নাম | দেশ |
---|---|---|
২০২৪ | হান কাং | দক্ষিণ কোরিয়া |
২০২৩ | জন ফস | নরওয়ে |
২০২২ | অ্যানি এরনাক্স | ফ্রান্স |
২০২১ | আব্দুলরাজাক গুরনাহ | তানজানিয়া |
২০২০ | লুইস গ্লুক | মার্কিন যুক্তরাষ্ট্র |
২০১৯ | পিটার হ্যান্ডকে | অস্ট্রিয়া |
২০১৮ | ওলগা টোকারজুক | পোল্যান্ড |
২০১৭ | কাজুও ইশিগুরো | জাপান |
২০১৬ | বব ডিলান | মার্কিন যুক্তরাষ্ট্র |
২০১৫ | স্বেতলানা আলেক্সিভিচ | বেলারুশ |
২০১৪ | প্যাট্রিক মোডিয়ানো | ফ্রান্স |
২০১৩ | এলিস মুনরো | কানাডা |
২০১২ | মো ইয়ান | চীন |
২০১১ | টমাস ট্রান্সট্রোমার | সুইডেন |
২০১০ | মারিও ভার্গাস লোসা | পেরু |
আরও দেখুনঃ-