২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?

সাহিত্যে নোবেল পুরস্কার পান ২০২৪ কে? প্রতি বছরের ন্যায় এ বছরও নোবেল বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয় ৷ ২০২৪ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে? তিন কোন দেশের নাগরিক, কোন সাহিত্যের জন্য পুরস্কার পান এই পোষ্টে বিস্তারিতসহ জানতে পারবেন

২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে

২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? MCQ

A)কাজুও ইশিগুরো
B)হান কাং
C)সালমান রুশদি
D)মার্গারেট অ্যাটউড

উত্তরঃ B) হান কাং

হান কাং দক্ষিণ কোরিয়া একজন বিখ্যাত ঔপন্যাসিক, কবি এবং লেখিকা ৷ তিনি ২০২৪ সালে সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী ৷ তার জন্ম ২৭ নভেম্বর, ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে ৷ ৫৩ বছর বয়সে নোবেল বিজয়ী হোন ৷

তিনি তার “দ্য ভেজিটেরিয়ান” উপন্যাসের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিত হোন ৷ এর মাধ্যমে ২০১৬ সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পান ৷ “দ্য ভেজিটেরিয়ান” ২০০৭ সালে প্রথম কোরিয়ান ভাষায় প্রকাশিত হয় এবং পরে ডেবোরা স্মিথ এটি ইংরেজিতে অনুবাদ করেন ২০১৫ সালে ৷ এটি বাংলায় অনুবাদ করেন সময় প্রকাশন ৷

হান কাং এর আরেকটি অন্যতম বই ‘হিউম্যান অ্যাক্ট’ ৷ এটি ২০১৪ সালে প্রকাশিত হয় ৷ বইটিতে ১৯৮০ সালে গুয়াংজু বিদ্রোহের মর্মান্তিক ঘটনাগুলিকে বর্ণনা করা হয়েছে ৷ এটিও ২০১৬ সালে ডেবোরা স্মিথ ইংরেজিতে অনুবাদ করেন ৷

২০১০-২০২৪ সাহিত্যে নোবেল বিজয়ীদের তালিকা

সালনামদেশ
২০২৪হান কাংদক্ষিণ কোরিয়া
২০২৩জন ফসনরওয়ে
২০২২অ্যানি এরনাক্সফ্রান্স
২০২১আব্দুলরাজাক গুরনাহতানজানিয়া
২০২০লুইস গ্লুকমার্কিন যুক্তরাষ্ট্র
২০১৯পিটার হ্যান্ডকেঅস্ট্রিয়া
২০১৮ওলগা টোকারজুকপোল্যান্ড
২০১৭কাজুও ইশিগুরোজাপান
২০১৬বব ডিলানমার্কিন যুক্তরাষ্ট্র
২০১৫স্বেতলানা আলেক্সিভিচবেলারুশ
২০১৪প্যাট্রিক মোডিয়ানোফ্রান্স
২০১৩এলিস মুনরোকানাডা
২০১২মো ইয়ানচীন
২০১১টমাস ট্রান্সট্রোমারসুইডেন
২০১০মারিও ভার্গাস লোসাপেরু

আরও দেখুনঃ-

4.8/5(9 votes)
Scroll to Top