দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি?

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি? আপনিকি জানেন এমন কোন দেশ যেটি আয়তন এবং জনসংখ্যায় দক্ষিন এশিয়ার বৃহত্তম দেশ ৷ দেশটি আয়তনে এবং জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বে আয়তনে সপ্তম স্থানে রয়েছে ৷ আসুন জেনে নেই আমরা কোন দেশটির কথা বলতে যাচ্ছি ৷

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি? MCQ

A)বাংলাদেশ
B)ভারত
C)আফগানিস্তান
D)পাকিস্তান

উত্তরঃ B) ভারত

ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ আয়তন এবং জনসংখ্যা উভই দিক দিয়ে ৷ অন্যদিকে ভারত আয়তনের দিক দিয়ে বিশ্বের সপ্তম স্থানে রয়েছে ৷ এতোবড় দেশটি ২৯টি রাজ্যে বিভক্ত ৷ প্রতিটি রাজ্যে রয়েছে একজন রাজ্য প্রধান(মূখ্যমন্ত্রী) ৷

ভারতের আয়তন প্রায় ৩.২৮৭ মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ ১.২৬৯ মিলিয়ন বর্গ মাইল ৷ এবং দেশটির জনসংখ্যা প্রায় ১.৪ বিলিয়নেরও বেশি ৷ ২০২৩ সালে বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ চীনকে টপকে ভারত প্রথম হয় ৷

দক্ষিণ এশিয়ার দেশগুলোর আয়তন বড় থেকে ছোট

দেশ(বর্গ কিলোমিটার)(বর্গ মাইল)
ভারত৩,২৮৭,২৬৩১২৬৯২১৯
পাকিস্তান৮৮১,৯১৩৩৪০৫০৯
আফগানিস্তান৬৫২,৮৬৪২৫২,০৭২
বাংলাদেশ১৪৭,৫৭০৫৬,৯৮০
নেপাল১৪৭,৫১৬৫৬,৯৫৬
শ্রীলঙ্কা৬৫,৬১০২৫,৩৩২
ভুটান৩৮,৩৯৪১৪,৮২৪
মালদ্বীপ২৯৮১১৫

আরও দেখুনঃ-

4.8/5(9 votes)
Scroll to Top