দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোনটি? MCQ

দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোনটি? এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন ৷ দক্ষিণ এশিয়ার আটটি দেশের বেশিরভাগ দেশ ব্রিটিশরা শাসন করেছেন ৷ আপনিকি জানের দক্ষিণ এশিয়ার এই আটটি দেশের মধ্যে কোন দেশটি প্রথম স্বাধীন হয় ৷

দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোনটি? MCQ

A)বাংলাদেশ
B)ভারত
C)আফগানিস্তান
D)পাকিস্তান

উত্তরঃ C) আফগানিস্তান

আফগানিস্তান দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ ৷ দেশটি যুক্তরাজ্যের ঔপনিবেশিক শক্তি থেকে ১৯ আগস্ট, ১৯১৯ স্বাধীনতা লাভ করেন ৷ আফগানিস্তান দেশটি ব্রিটিশরা পুরোপুরি শাসন করেনি ৷ আফগানিস্তান ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তিন বার যুদ্ধ করেছিলো এবং সর্বশেষ স্বাধীন হয় ৷ যুদ্ধগুলো হলোঃ-

  • প্রথম অ্যাংলো-আফগান যুদ্ধ (১৮৩৯-১৮৪২)
  • দ্বিতীয় অ্যাংলো-আফগান যুদ্ধ (১৮৭৮-১৮৮০)
  • তৃতীয় অ্যাংলো-আফগান যুদ্ধ (১৯১৯)

এতোদিনের যুদ্ধ-বিগ্রহ থেকে রাজা আমানুল্লাহ খান ব্রিটিশদের শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন।

দক্ষিণ এশিয়ার দেশ, স্বাধীনতা সাল এবং ঔপনিবেশিক শক্তি

দেশসালঔপনিবেশিক দেশ
আফগানিস্তান১৯১৯যুক্তরাজ্য
ভারত১৯৪৭যুক্তরাজ্য
পাকিস্তান১৯৪৭যুক্তরাজ্য
শ্রীলঙ্কা১৯৪৮যুক্তরাজ্য
মালদ্বীপ১৯৬৫যুক্তরাজ্য
বাংলাদেশ১৯৭১পাকিস্তান
ভুটান১৯৪৯ভারতের সাথে চুক্তি

আরও দেখুনঃ-

4.8/5(9 votes)
Scroll to Top