দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোনটি? এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন ৷ দক্ষিণ এশিয়ার আটটি দেশের বেশিরভাগ দেশ ব্রিটিশরা শাসন করেছেন ৷ আপনিকি জানের দক্ষিণ এশিয়ার এই আটটি দেশের মধ্যে কোন দেশটি প্রথম স্বাধীন হয় ৷
দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোনটি? MCQ
A) | বাংলাদেশ |
B) | ভারত |
C) | আফগানিস্তান |
D) | পাকিস্তান |
আফগানিস্তান দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ ৷ দেশটি যুক্তরাজ্যের ঔপনিবেশিক শক্তি থেকে ১৯ আগস্ট, ১৯১৯ স্বাধীনতা লাভ করেন ৷ আফগানিস্তান দেশটি ব্রিটিশরা পুরোপুরি শাসন করেনি ৷ আফগানিস্তান ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তিন বার যুদ্ধ করেছিলো এবং সর্বশেষ স্বাধীন হয় ৷ যুদ্ধগুলো হলোঃ-
- প্রথম অ্যাংলো-আফগান যুদ্ধ (১৮৩৯-১৮৪২)
- দ্বিতীয় অ্যাংলো-আফগান যুদ্ধ (১৮৭৮-১৮৮০)
- তৃতীয় অ্যাংলো-আফগান যুদ্ধ (১৯১৯)
এতোদিনের যুদ্ধ-বিগ্রহ থেকে রাজা আমানুল্লাহ খান ব্রিটিশদের শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন।
দক্ষিণ এশিয়ার দেশ, স্বাধীনতা সাল এবং ঔপনিবেশিক শক্তি
দেশ | সাল | ঔপনিবেশিক দেশ |
---|---|---|
আফগানিস্তান | ১৯১৯ | যুক্তরাজ্য |
ভারত | ১৯৪৭ | যুক্তরাজ্য |
পাকিস্তান | ১৯৪৭ | যুক্তরাজ্য |
শ্রীলঙ্কা | ১৯৪৮ | যুক্তরাজ্য |
মালদ্বীপ | ১৯৬৫ | যুক্তরাজ্য |
বাংলাদেশ | ১৯৭১ | পাকিস্তান |
ভুটান | ১৯৪৯ | ভারতের সাথে চুক্তি |
আরও দেখুনঃ-