জনসংখ্যার দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? MCQ

জনসংখ্যার দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশ একটি জনসংখ্যায় ঘনবসতিপূর্ণ দেশ ৷ আয়তন অনুযায়ী দেশটিতে অসংখ্য লোক বসবাস করে ৷ বাংলাদেশের আয়তন মাত্র ১৪৭৫৭০ বর্গ কিলোমিটার ৷ এই ছোট দেশটিতে আপনিকি জানের মোট জনসংখ্যা কত কিংবা এশিয়া মহাদেশে জনসংখ্যার দিক থেকে কত অবস্থানে রয়েছে ৷ সবকিছু জানতে পারবেন,,

জনসংখ্যার দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? MCQ

A)দ্বিতীয়
B)তৃতীয়
C)চতুর্থ
D)পঞ্চম

উত্তরঃ D) পঞ্চম

জনসংখ্যায় এশিয়া মহাদেশে বাংলাদের অবস্থান হলো পঞ্চম ৷ আর দক্ষিণ এশিয়ায় জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান তৃতীয় ৷ বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ১৭ কোটি ছাড়িয়ে ৷

জনসখ্যায় এশিয়া মহাদেশে অন্যান্য দেশের অবস্থান

দেশজনসংখ্যাঅবস্থান
ভারত১৪৩ কোটি১ম
চীন১৪১ কোটি২য়
ইন্দোনেশিয়া২৮ কোটি৩য়
পাকিস্তান২৫ কোটি৪র্থ
বাংলাদেশ১৭.৬ কোটি৫ম
জাপান১২ কোটি৬ষ্ঠ
ফিলিপাইন১১.৬ কোটি৭ম
ভিয়েতনাম১০ কোটি৮ম
তুরস্ক৮.৯ কোটি৯ম
ইরান৮.৮ কোটি১০ম

আরও দেখুনঃ-

4.8/5(9 votes)
Scroll to Top