এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? MCQ

এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? এশিয়াতে ছোচ-বড় কতগুলো দেশ রয়েছে ৷ আয়তনের দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি আপনিকি জানেন ৷ পুরো পোষ্টটি পড়ুন জানতে পারবেন ৷

এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? MCQ

A)মালয়েশিয়া
B)মালদ্বীপ
C)ভুটান
D)নেপাল

উত্তরঃ B) মালদ্বীপ

ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ মালদ্বীপ ৷ আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ। দেশটির আয়তনমাত্র ২৯৮ বর্গ কি.মি. ৷ এশিয়ার অন্যান্য ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, যার আয়তন ৭৩৩ বর্গ কি.মি এবং বাহরাইন, ব্রুনাই, প্যালেস্টাইন, লেবানন, কাতার, তিমুর-লেস্তে (পূর্ব তিমুর), কুয়েত ৷

আরও দেখুনঃ-

4.8/5(9 votes)
Scroll to Top