কে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন? এমসিকিউ প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো
মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? MCQ
A) | আইয়ুব খান |
B) | ইয়াহিয়া খান |
C) | ইস্কান্দার মির্জা |
D) | লিয়াকত আলী |
আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন ৷
মৌলিক গণতন্ত্র কি?
মৌলিক গণতন্ত্র হলো পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খান কর্তৃক গৃহীত একটি অভিনব গণতন্ত্র। এ ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট ৮০ হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচকমণ্ডলী গঠিত হয়। তাদের ভোটেই রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। এটি ছিল মূলত একটি পরোক্ষ নির্বাচন পদ্ধতি।
আরও দেখুনঃ-