মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন বা চালু করেন? MCQ

কে মৌলিক মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন? এমসিকিউ প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো

মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন? MCQ

A)আইয়ুব খান
B)ইয়াহিয়া খান
C)ইস্কান্দার মির্জা
D)লিয়াকত আলী

উত্তরঃ A) আইয়ুব খান

মৌলিক গণতন্ত্র আইয়ুব খান প্রবর্তন করেন

বস্তুত ১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তানের অভ্যন্তরীণ অন্তর্কোন্দলকে ইস্যু করে ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন। ১৯৫৮ সালের ২৭ অক্টোবর ইস্কান্দার মির্জাকে উৎখাত করে জেনারেল আইয়ুব খান ক্ষমতা হস্তগত করেন।

এরপর ১৯৫৮ থেকে ১৯৬৯ দীর্ঘ ১১ বছর তিনি সেনা শাসনের যাঁতাকলে পাকিস্তানের রাজনীতিকে পিষ্ট করে দেন এবং সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করতে তিনি ১৯৬০ সালে মৌলিক গণতন্ত্র নামে অভিনব এক গণতন্ত্র চালু করেন।

এ গণতন্ত্রের অধীনে ১৯৬৫ সালে ৮০ হাজার কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোল, এবং সর্বোপরি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছরের আইয়ুব সরকারের স্বৈরশাসনের পতন ঘটে।

আরও দেখুনঃ-

4.8/5(9 votes)
Scroll to Top