ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? MCQ
A) | ১৯৫১ সালে |
B) | ১৯৫২ সালে |
C) | ১৯৫৩ সালে |
D) | ১৯৫৪ সালে |
মূলত ভাষা আন্দোলনের সূচনা হয় ১৯৪৮ সালে এবং ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে ৷
ভাষা আন্দোলন
ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় সংগ্রামী বিজয়ের নাম। এ সংগ্রামের অন্যতম দুই সৈনিক ছিলেন আবদুল মতিন এবং কাজী গোলাম মাহবুব। ভাষা আন্দোলনের শেষ পর্যায়ে তাদের নেতৃত্বেই সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল এবং চূড়ান্ত পর্যায়ে ভাষা আন্দোলনের নেতৃত্ব তারাই দিয়েছিলেন। ঐতিহাসিক এ ভাষা আন্দোলনের বিজয় ও তার সুদূরপ্রসারী তাৎপর্য হিসেবে বাঙালি জাতি মুক্তির অনুপ্রেরণায় – মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
আরও দেখুনঃ-