কোন কর্মসূচি ম্যাগনাকার্টা নামে পরিচিত? MCQ

4.8/5(9 votes)

কোন কর্মসূচি ম্যাগনাকার্টা নামে পরিচিত? MCQ

A)এগারো দফা
B)চৌদ্দ দফা
C)একুশ দফা
D)ছয় দফা

উত্তরঃ D) ছয় দফা

ছয় দফা কর্মসূচি ম্যাগনাকার্টা নামে পরিচিত

বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত ও ঘোষিত ঐতিহাসিক ছয় দফা দাবি ছিল মূলত বাঙালিদের বাঁচার দাবি। এ ছয় দফা দাবি ছিল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং এর প্রতি তাদের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। ছয় দফার ভিত্তিতেই মূলত বাঙালি স্বাধীনতার স্বপ্ন দেখে। যা গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে সফল হয়। তাই ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।

আরও দেখুনঃ-

Scroll to Top