ঐতিহাসিক ছয় দফার ‘প্যারামিলিটারি বাহিনী’— গঠনের কথা উল্লেখ আছে MCQ
A) | প্রথম দফায় |
B) | দ্বিতীয় দফায় |
C) | পঞ্চম দফায় |
D) | ষষ্ঠ দফায় |
ঐতিহাসিক ছয় দফার ‘প্যারামিলিটারি বাহিনী’— গঠনের কথা উল্লেখ আছে ষষ্ঠ দফায় ৷
ছয় দফার ষষ্ঠ দফায় আধা সামরিক বাহিনী গঠনঃ
১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এ অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। কিন্তু পাকিস্তান রাষ্ট্রের কর্তৃত্ব পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় আমাদের আঞ্চলিক নিরাপত্তা ছিল হুমকির সম্মুখীন।
তার অন্যতম কারণ হলো পাকিস্তানের সকল বাহিনীর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকা। সেজন্যই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এখানকার পুলিশের গুলিতে আমাদেরকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। বস্তুত বাঙালি জাতির সার্বিক নিরাপত্তার স্বার্থেই ছয় দফার মধ্যে আধা-সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয়।
আরও দেখুনঃ-