ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? MCQ
A) | ১৯৪৮ সালে |
B) | ১৯৫২ সালে |
C) | ১৯৫৩ সালে |
D) | ১৯৫৪ সালে |
ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৮ সালে এবং ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে ৷
ভাষা আন্দোলন
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যের শিকার হয় পূর্ব পাকিস্তান। তাদের প্রথম আঘাত আসে মাতৃভাষার ওপর। তারা ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রতিবাদে ছাত্ররা আন্দোলন শুরু করে।
মাতৃভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে পুলিশ গুলিবর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, সালাহউদ্দিন, জব্বারসহ আরও অনেকে শহিদ হন। তাদের স্মৃতি অমর করতে ২২শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের পাশে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, যা শহিদ মিনার নামে পরিচিত।
ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের সূত্রপাত হয়। ভাষা আন্দোলনের ফলে এদেশের জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাতিতত্ত্বের ভুলগুলো বুঝতে পারে। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট তাদের ২১ দফার মধ্যে প্রথমেই রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠার কথা উল্লেখ করে। এটি বাঙালির মধ্যে তীব্র প্রভাব বিস্তার করে, ফলে নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে।
এই ভাষা আন্দোলনই পরবর্তীকালে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে। ভাষাকেন্দ্রিক এ ঐক্যই পরবর্তী সময়ে ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রাখে।
নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা এবং সংস্কৃতির সম্পর্ক ও গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে ভাষা আন্দোলনের মাধ্যমে। এ আন্দোলনের ধারাবাহিক প্রক্রিয়া ও অনুপ্রেরণায় পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হয়।
আরও দেখুনঃ-