পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে কোনটি জাগ্রত হয়? MCQ
A) | দেশপ্রেম |
B) | দায়িত্বশীলতা |
C) | অর্থনৈতিক সাম্যের চেতনা |
D) | উপরের সবগুলো |
পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে জাগ্রত হয় দেশপ্রেম, দায়িত্বশীলতা, অর্থনৈতিক সাম্যের চেতনা ৷
পৌরনীতি হল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। রাষ্ট্র ও নাগরিকতার সাথে সংশ্লিষ্ট বিষয়াবলি এখানে বিবৃত হয়। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে, জনগণের কল্যাণে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন। গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাই পৌরনীতি ও সুশাসনের প্রধান লক্ষ্য।
আরও দেখুনঃ-