মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) মেসেডোনিয়া ৷
👁 73
Explanation
Explanation
Recommended For You
- মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসেডোনিয়া ৷
- মাদার তেরেসা ১৯১০ সালে জন্মগ্রহণ করেন ৷
- মাদার তেরেজা তার পিতামাতার নয় নম্বর সন্তান ছিলেন ৷
- মাদার তেরেসা ছিলেন ক্যাথলিক ধর্মের অনুসারী ৷
- মাদার তেরেসা ট্রেনে করে দার্জিলিং যান ৷
- মাদার তেরেসা প্রথম জীবনে লরেটো সংঘ করেন ৷
- মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷
- মাদার তেরেসা দুঃখী মানবতার সেবার কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৭৯ সালে “নোবেল শান্তি পুরস্কার” অর্জন করেন ৷
- ১৯৪৮ খ্রিষ্টাব্দে মাদার তেরেসা দার্জিলিং যান ৷
- পোপ দ্বিতীয় জন পল মাদার তেরেজাকে মণ্ডলীর আচার্য পদে ভূষিত করেন ৷