মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি? MCQ

মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) ‌নির্মল হৃদয় ৷

5/5(1 vote)
👁‍ 100

Explanation

মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান হলো নির্মল হৃদয় ৷

আজ পৃথিবীজোড়া তাঁর সংগঠন বিস্তার লাভ করেছে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে এ মহৎ মানবসেবায় নিয়োজিত হয়েছেন হাজার হাজার মাদার তেরেসা সম্প্রদায়ের সিস্টার। তাঁরা অনাথ শিশুদের পাশাপাশি অসুস্থ-অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের সেবা করে যাচ্ছেন অকৃত্রিম ভালোবাসায়। শিশু ও মায়েদের অসামাজিক নোংরা নীতির জালে পড়তে দিচ্ছেন না। তাঁদের দিকে বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত। এ হলো মাদার তেরেসা সম্প্রদায়ের সিস্টারদের একমাত্র আদর্শ।

মাদার তেরেসা জীবনের শেষ বিন্দু ভালোবাসা দিয়ে শিশু-দুস্থদের সেবা করবেন-এটাই ছিল জীবনের ব্রত। আত্মীয়-স্বজন, ভোগ-বিলাস সর্বস্ব ত্যাগ করে দুঃখী মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন মরণ অবধি এই মহীয়সী।

“ঈশ্বর চান, আমি দরিদ্রদের মাঝে বাস করি এবং তাদের সহায়তা করি। আমার হৃদয়ে শুনেছিলাম এই ডাক। এটাই ছিল তাঁর ইচ্ছা, আমি তাকে ভালোবাসি দরিদ্র থেকে দরিদ্রতম রূপে।” এই ঐশী আহ্বানে তিনি সেবাব্রত নিয়েছিলেন। দাঁড়িয়েছিলেন অসহায় মানুষের পাশে।

সুদীর্ঘ ৪৫ বছর তিনি সেবা করেছেন দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের। প্রতিষ্ঠা করেছিলেন মিশনারিজ অব চ্যারিটি। এর বিকাশ ও উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছেন। শুরু করেছিলেন ভারতের মাটিতে ও পরে যার কার্যক্রম ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তাঁর মৃত্যুর পর পরিচিত হন ‘কলকাতার স্বর্গীয় তেরেসা’ নামে।

Recommended For You

Related Post

  1. মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি? MCQ
  2. সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান কোনটি [MCQ]
5/5(1 vote)
Scroll to Top