মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম কি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷
Explanation
মাদার তেরেসার প্রকৃত নাম ছিল আগনেস গঞ্জা বয়াজু। আলবেনীয় ভাষায় গঞ্জা শব্দের অর্থ গোলাপ কুঁড়ি। এ নামের অর্থ সত্য হয়েছিল। একদিন এই গোলাপ কুঁড়ির সৌরভে বিমোহিত হয়েছিল পৃথিবীর মানুষ। জন্মেছিলেন ১৯১০ সালের ২৬ আগস্ট অটোমান সাম্রাজ্যের ইউস্কুবে (বর্তমানে মেসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজধানী স্কোপিয়ে)।
তবে তিনি তাঁর প্রকৃত জন্ম তারিখ মনে করতেন ২৭ আগস্ট। কারণ ওই দিনটিতেই তাঁর ব্যাপ্টিজম সম্পন্ন হয়েছিল। তিনি ছিলেন নিকোলো ও দ্রানা বয়াজুর তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ। পিতা ছিলেন সফল ঠিকাদার ব্যবসায়ী ও রাজনীতিবিদ, মা গৃহিণী। তাদের পরিবারটি ছিল অত্যন্ত সুখী। তবে হঠাৎই দুঃখের আঁচড় পড়ে সুখের পৃথিবীতে।
১৯১৯ সালে মাত্র ৮ বছর বয়সে তেরেসার পিতৃবিয়োগ হয়। পিতার মৃত্যুর পর সংসারের হাল ধরেন মা ও তেরেসার বড় বোন অ্যাগ। রোমান ক্যাথলিক আদর্শে সন্তানদের লালন-পালন করেন। মা সম্পর্কে তেরেসা বলেন, “মা আমাদেরকে শিখিয়েছেন ঈশ্বরকে ভালোবাসতে এবং প্রতিবেশীদের ভালোবাসতে।”
Recommended For You
- মাদার তেরেজা ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পেয়েছেন মানবতার সেবার জন্য ৷
- মাদার তেরেসা দুঃখী মানবতার সেবার কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৭৯ সালে “নোবেল শান্তি পুরস্কার” অর্জন করেন ৷
- মাদার তেরেসা মেসেডোনিয়া দেশে জন্মগ্রহণ করেন ৷
- মাদার তেরেসা ছিলেন ক্যাথলিক ধর্মের অনুসারী ৷
- মাদার তেরেসা দার্জিলিং যাওয়ার পথে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলেন ৷
- মাদার তেরেসার সংঘ লরেটোর উদ্দেশ্য হলো ধর্মসংস্কার ৷
- মাদার তেরেসা ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে মারা যান ৷
- মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷
- মাদার তেরেসার বাবা মায়ের নাম নিকোলাস বোজাকসহিউ এবং দ্রানাফিল বার্নাই ৷
- মাদার তেরেসা ১৯১০ সালে জন্মগ্রহণ করেন ৷