মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) ১৯১০ সালে ৷
Explanation
১৯১০ খ্রিস্টাব্দের ২৬শে আগষ্ট প্রায় একশো বছর আগে বোজাস্কিউ পরিবারে মাদার তেরেসা জন্মেছিলেন যিনি আজ সারা পৃথিবীর মা। আলবেনিয়ার স্কোপিও শহরে মাদারের পরিবার বাস করতেন। মাদারের পিতৃদত্ত নাম ছিলো অ্যাগনেস। সারা পৃথিবীর কাছে তিনি অ্যাগনেস গংস্কা বোজাস্কিউ নামে পরিচিত।
মাদারের বাবা নিকোলাস ছিলেন বিল্ডিং কন্ট্রাক্টর। তিনি দয়ালু, সৎ ও পরিশ্রমী ছিলেন। স্কোপিয়ে থিয়েটারের নির্মাতা তিনি। অন্যান্য স্বার্থপর ব্যবসায়ীদের মতো নিকোলাস বিলাসী জীবনযাত্রা না করে সমাজের বিভিন্ন সংস্থায় বা গরীব দুঃখীদের প্রচুর অর্থ দান করতেন। চারপাশের জগতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুর খবর তিনি রাখতেন। নগর পরিষদের সদস্য ছাড়াও অনেক বিদেশী ভাষা তাঁর জানা ছিলো। মাদারের মা ড্রানাফিল বার্নাই ধর্মভীরু এক মহিলা ছিলেন, যার পিতার বাড়ি ছিলো ভেনিসে।
মাদারের পরিবারে বাবা ও মা ছাড়াও তাঁর দুই ভাই বোন ল্যাজার ও অ্যাগে বসবাস করতেন।
Recommended For You
- মাদার তেরেসার সংঘ লরেটোর উদ্দেশ্য হলো ধর্মসংস্কার ৷
- মাদার তেরেসা দার্জিলিং যাওয়ার পথে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলেন ৷
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ৷
- ১৯৫২ সালে মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন ৷
- মাদার তেরেসা ট্রেনে করে দার্জিলিং যান ৷
- মাদার তেরেসা আলবেনিয়ার নাগরিক ছিলেন ৷
- মাদার তেরেসা মেসেডোনিয়া দেশে জন্মগ্রহণ করেন ৷
- মাদার তেরেসা ছিলেন ক্যাথলিক ধর্মের অনুসারী ৷
- মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷
- মাদার তেরেসা ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে মারা যান ৷