মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) টিমোথি পেনপোয়েম ৷
👁 27
Explanation
Recommended For You
- মাইকেল মধুসূদন দত্ত তাঁর ‘শর্মিষ্ঠা’ নাটকটি উৎসর্গ করেছিলেন – মহাকবি কালিদাসকে ।
- মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন ৷
- মাইকেল মধুসূদন দত্ত ২৫ জানুয়ারি ১৮২৪ সালে জন্মগ্রহণ করেন ৷
- মেঘনাদবধ কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয় ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য বীরাঙ্গনা ৷
- মাইকেল মধুসূদন দত্তের একেই বলে সভ্যতা প্রহসন ধরনের নাটক ৷
- মাইকেল মধুসূদন দত্ত “মেঘনাদবধকাব্য” উৎসর্গ করেছিলেন রাজা দিগম্বর মিত্রকে ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ কাব্য’ ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু ৷
- মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি “মেঘনাদ বধ কাব্য” ৷
- মাইকেল মধুসূদন দত্ত এর প্রথম মহাকাব্য মেঘনাদবধ ৷