যে নারীর চোখ সুন্দর এক কথায় প্রকাশ কি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) সুচয়না ৷
👁 304
Explanation
- যে নারীর রূপ আছে এক কথায় প্রকাশ- রূপসী।
- যে নারীর মুখ চন্দ্রের মতো সুন্দর – চন্দ্রমুখী।
- যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা এক কথায় প্রকাশ- মহাশ্বেতা।
- যে নারীর হাসি কুটিলতাবর্জিত এক কথায় প্রকাশ- শুচিস্মিতা।
Recommended For You
- যে নারী অঘটন ঘটাতে পারদর্শী এক কথায় প্রকাশ—অঘটনঘটনপটীয়সী ৷
- যে মেয়ের বয়স দশ বছর এক কথায় প্রকাশ—কন্যকা ৷
- যে নারীর হাসি কুটিলতা বর্জিত—শুচিস্মিতা ৷
- যে নারীর স্বামী বিদেশে থাকে এক কথায় প্রকাশ—প্রোষিতভর্তৃকা ৷
- যে নারীর বিয়ে হয়নি এক কথায় প্রকাশ—অনূঢ়া ৷
- মহান যে নারী এক কথায় প্রকাশ—মহীয়সী ৷
- যে নারী শিশুসন্তানসহ বিধবা এক কথায় প্রকাশ—বালপুত্রিকা ৷
- যে নারীর নতুন বিয়ে হয়েছে এক কথায় প্রকাশ—নবোঢ়া ৷
- যে নারীর হাসি সুন্দর এক কথায় প্রকাশ—সুস্মিতা ৷
- যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না এক কথায় প্রকাশ—অঙ্গনা ৷
Related Post
- প্রশংসার যোগ্য এক কথায় প্রকাশ কি? MCQ
- যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ কি? MCQ
- যা বলার যোগ্য এক কথায় প্রকাশ কি? MCQ
- ক্ষমার অযোগ্য এক কথায় প্রকাশ কি? MCQ
- ক্ষমার যোগ্য এক কথায় প্রকাশ কি? MCQ
- বরণ করার যোগ্য এক কথায় প্রকাশ কি? MCQ
- যা মুছে ফেলা যায় না এক কথায় প্রকাশ কি? MCQ
- যা কষ্টে ভেদ করা যায় এক কথায় প্রকাশ কি? MCQ
- যা কষ্টে অর্জন করা যায় এক কথায় প্রকাশ কি? MCQ
- যা সহজে মরে না এক কথায় প্রকাশ কি? MCQ