আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (D) চিলেকোঠার সেপাই ৷
👁 11
Explanation
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস- চিলেকোঠার সেপাই। তেভাগা আন্দোলন, ১৯৪৩ এর মন্বন্তর, ফকির আন্দোলনের প্রক্ষাপটে রচিত তাঁর আরেকটি রাজনৈতিক উপন্যাস- খোয়াবনামা।
তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ- দুধে ভাতে উৎপাত, অন্য ঘরে অন্য স্বর, দোজখের ওম, খোঁয়ারী, জাল স্বপ্ন স্বপ্নের জাল। তাঁর রচিত গল্প- মিলির হাতে স্টেনগান, ফেরারী, রেইনকোর্ট, অপঘাত, নিরুদ্দেশ যাত্রী, তারা বিবির মরদ পোলা ইত্যাদি। তাঁর বিখ্যাত প্রবন্ধ- সংস্কৃতির ভাঙ্গা সেতু।
Recommended For You
- আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ চিলেকোঠার সেপাই ।
- আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায় ।
- আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস খোয়াবনামা ।
- অন্য ঘরে অন্য স্বর আখতারুজ্জামান ইলিয়াম এর লেখা ।
- আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোটগল্প ২৮টি ।
- আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই ।
- আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ ৫টি ।