মাদার তেরেসা জীবনী সম্পর্কে MCQ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

মাদার তেরেসা জীবনী সম্পর্কে MCQ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

মাদার তেরেসা জীবনী সম্পর্কে সংক্ষেপে জানুন

পুরো নামঃঅ্যাগানিস গঞ্জা বোজাঝিউ ৷
ডাক নামঃমাদার তেরেসা ৷
জন্মস্থানঃমেসিডোনিয়া ৷
মৃত্যুস্থানঃকলকাতা, ভারত ৷
জাতীয়তাঃআলবেনিয়ান (পরে কলকাতা) ৷
জন্মসালঃ২৬ আগস্ট ১৯১০ ৷
মৃত্যুসালঃ৫ সেপ্টেম্বর ১৯৯৭ ৷
পিতার নামঃনিকোলাস বোজাকসহিউ
মাতার নামঃদ্রানাফিল বার্নাই ৷
পেশাঃক্যাথলিক সন্ন্যাসিনী, ধর্মপ্রচারক ৷
পুরস্কারঃনোবেল শান্তি পুরস্কার(১৯৭৯)

মাদার তেরেসা

মাদার টেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট যুগোস্লোভিয়ার স্কপিয়েতে জন্মগ্রহণ করেন। তখন ঐদেশের নাম ছিল ম্যাসিডোনিয়া। পরে আরও এলাকা নিয়ে ১৯১৯ সালে দেশটির নামকরণ করা হয় যুগোস্লোভিয়া। স্কপিয়ে তখন ছিল ছোট শহর। লোকসংখ্যা ছিল ২৫ হাজারের মতো। শহরটি ছিল আলবেনিয়া রাজ্যে। এটা অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কয়েক শতাব্দী ধরে ইসলামিক শাসনাধীন আলবেনিয়াতে তখন ক্ষমতা ছিল তুর্কিদের হাতে। খ্রিস্টান ক্যাথলিকদের সংখ্যা ছিল নগণ্য। তবু নানা ধর্মীয় ও সাংস্কৃতিক শক্তির সমাবেশ ঘটত সে রাজ্যে।

মিশনারি হিসেবে মাদার টেরেসা নাম পাবার আগে তাঁর নাম ছিল অ্যাগনেস গোনাস্কা বোজাঝিউ। পিতা নিকোলাস বোজাঝিউ এবং মাতা ড্রানাফিল বার্নাই। মা ছিলেন নিকটবর্তী ডেনিস-এর মেয়ে। বাবা-মার তিন ছেলেমেয়ের মধ্যে অ্যাগনেসই সবার ছোট। টেরেসার পরিবার ছিল শহরের বাসিন্দা। তাঁর পিতা পেশায় ছিলেন ব্যবসায়ী (ঠিকাদার)। বেশ নাম ছিল তাঁর প্রতিষ্ঠানের। আনন্দে ভরপুর ছিল তাঁদের সংসার এবং খুবই ঘনিষ্ঠতা ছিল পরস্পরের সঙ্গে।

এ আনন্দময় পরিবেশ বেশিদিন স্থায়ী হয়নি অ্যাগনেস-এর জীবনে। মাত্র সাতবছরে পদার্পণকালেই পিতার মৃত্যু ঘটে।

অ্যাগনেস-এর মনটি ছিল ফুলের কোরকের মতো কোমল। বাবার মৃত্যুতে তাই তাঁর মনে আঘাত লাগল প্রচুর। মা তো কয়েক মাস শয্যাশায়ী থাকলেন। তারপর মন শক্ত করে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে করলেন নতুন ব্যবসা-এমব্রয়ডারির কাজ-করা কাপড় বিক্রির ব্যবসা।

মাদার তেরেসা সম্পর্কে MCQ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

1. মাদার তেরেসার বাবা মায়ের নাম কি?

মাদার তেরেসার বাবা মায়ের নাম কি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) নিকোলাস বোজাকসহিউ এবং দ্রানাফিল বার্নাই ৷

5/5(2 votes)
👁‍ 40

2. মাদার তেরেজা তার পিতামাতার কততম সন্তান ছিলেন?

মাদার তেরেজা তার পিতামাতার কততম সন্তান ছিলেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) নবম ৷

5/5(2 votes)
👁‍ 42

3. কে মাদার তেরেসাকে মণ্ডলীর আচার্য পদে ভূষিত করেন?

কে মাদার তেরেসাকে মণ্ডলীর আচার্য পদে ভূষিত করেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) পোপ দ্বিতীয় জন পল ৷

5/5(2 votes)
👁‍ 40

4. কোন শহরে মাদার তেরেসা তার জীবনের বেশিরভাগ সময় দরিদ্র সেবায় কাটিয়েছিলেন?

কোন শহরে মাদার তেরেসা তার জীবনের বেশিরভাগ সময় দরিদ্র সেবায় কাটিয়েছিলেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) কলকাতা ৷

5/5(2 votes)
👁‍ 42

5. মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করেন?

মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) ১৯১০ সালে ৷

5/5(2 votes)
👁‍ 43

6. কত সালে মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন?

কত সালে মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) ১৯৫২ সালে ৷

5/5(2 votes)
👁‍ 116

7. মাদার তেরেসা কত বছর বয়সে মারা যান?

মাদার তেরেসা কত বছর বয়সে মারা যান?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) ৮৭ বছর ৷

5/5(2 votes)
👁‍ 51

8. মাদার তেরেসা কত সালে মৃত্যুবরণ করেন?

মাদার তেরেসা কত সালে মৃত্যুবরণ করেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) ১৯৯৭ সালে ৷

5/5(2 votes)
👁‍ 43

9. মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম কি?

মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম কি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷

5/5(2 votes)
👁‍ 44

10. কত খ্রিষ্টাব্দে মাদার তেরেজা দার্জিলিং যান?

কত খ্রিষ্টাব্দে মাদার তেরেজা দার্জিলিং যান?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) ১৯৪৮ সালে ৷

5/5(2 votes)
👁‍ 30

11. মাদার তেরেসা কোন বাহনে দার্জিলিং যান?

মাদার তেরেসা কোন বাহনে দার্জিলিং যান?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) ট্রেন ৷

5/5(2 votes)
👁‍ 31

12. মাদার তেরেজা প্রথম জীবনে কোন সংঘ করেন?

মাদার তেরেজা প্রথম জীবনে কোন সংঘ করেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) লরেটো ৷

5/5(2 votes)
👁‍ 32

13. মাদার তেরেজার সংঘ লরেটোর উদ্দেশ্য কোনটি?

মাদার তেরেজার সংঘ লরেটোর উদ্দেশ্য কোনটি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) ধর্মসংস্কার ৷

5/5(2 votes)
👁‍ 52

14. মাদার তেরেসা কোথায় যাওয়ার পথে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলেন?

মাদার তেরেসা কোথায় যাওয়ার পথে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) ‌দার্জিলিং ৷

5/5(2 votes)
👁‍ 83

15. মাদার তেরেজা ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কিসের জন্য?

মাদার তেরেজা ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কিসের জন্য?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) ‌মানবতার সেবায় ৷

5/5(2 votes)
👁‍ 60

16. মাদার তেরেসা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান?

মাদার তেরেসা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) ‌১৯৭৯ সালে ৷

5/5(2 votes)
👁‍ 97

17. মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি?

মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) ‌নির্মল হৃদয় ৷

5/5(1 vote)
👁‍ 90

18. মাদার তেরেসা কোন কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন?

মাদার তেরেসা কোন কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) ‌দুঃখী মানবতার সেবার জন্য ৷

5/5(1 vote)
👁‍ 43

19. মাদার তেরেসা কোন ধর্মের অনুসারী ছিলেন?

মাদার তেরেসা কোন ধর্মের অনুসারী ছিলেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) ‌ক্যাথলিক ধর্ম ৷

5/5(1 vote)
👁‍ 43
5/5(1 vote)
Scroll to Top