ময়ূরাক্ষী pdf download | Moyurakkhi Humayun Ahmed book pdf

ময়ূরাক্ষী pdf download | Moyurakkhi Humayun Ahmed book pdf. | প্রিয় ভিউয়ার, আজকে ডাউনলোড করবেন(PDF Drive থেকে) হুমায়ূন আহমেদ এর লেখা সেরা উপন্যাস “ময়ূরাক্ষী” এবং বইটি অনন্যা কর্তৃক প্রকাশিত ৷ প্রতিদিন ফ্রি পিডিএফ পেতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

ময়ূরাক্ষী pdf download

ময়ূরাক্ষী উপন্যাস রিভিউঃ

  • বইঃ ময়ূরাক্ষী
  • লেখকঃ হুমায়ূন আহমেদ
  • প্রকাশকঃ অনন্যা
  • ফরম্যাটঃ পিডিএফ ফাইল
  • ক্যাটাগরিঃ সমকালীন উপন্যাস বই

ময়ূরাক্ষী বই pdf download

ছোটবেলার কথা । ক্লাস সিক্সে পড়ি । জিওগ্রাফি পড়ান মফিজ স্যার । তিনি ক্লাসে ঢুকলে চেয়ার – টেবিলগুলো পর্যন্ত ভয়ে কাঁপে । স্যার মানুষটা ছোটখাটো , কিন্তু হাতের থাবাটা বিশাল । আমাদের ধারণা ছাত্রদের গালে চড় বসাবার জন্যে আল্লাহতালা স্পেশালভাবে স্যারের এই হাত তৈরি করে দিয়েছেন ।

স্যারের চড়েরও নানান নাম ছিল— রাম চড় , শ্যাম চড় , যদু চড় , মধু চড় । এর মধ্যে সবচে কঠিন চড় হচ্ছে রাম চড় , সবচে নরমটা হচ্ছে মধু চড় । স্যার সেদিন পড়াচ্ছেন বাংলাদেশের নদ – নদী । ক্লাসে ঢুকেই আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন , এই একটা নদীর নাম বল তো । চট করে বল ।

মফিজ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্যে আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায় । কান ভোঁ ভোঁ করতে থাকে । মনে হয় মাথার খুলির ভেতর জমে থাকা কিছু বাতাস কানের পরদা ফাটিয়ে বের হয়ে যাচ্ছে । কী ব্যাপার চুপ করে আছিস কেন ? নাম বল । আমি ক্ষীণস্বরে বললাম , আড়িয়াল খাঁ । স্যার এগিয়ে এসে প্রচণ্ড চড় বসিয়ে দিলেন । খুব সম্ভব রাম চড় ।

হুংকার দিয়ে বললেন , এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এল আড়িয়াল খাঁ ? সবসময় ফাজলামি ? কানে ধরে দাঁড়িয়ে থাক । আমি কানে ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইলাম । ঘণ্টা পড়ার মিনিট পাঁচেক আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন । আমার দিকে তাকিয়ে বললেন , কাছে আয় ।

আরও ডাউনলোড করুনঃ

ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ বই PDF Download

আরেকটি চড় খাবার জন্যে আমি ভয়ে ভয়ে সারের কাছে এগিয়ে গেলাম । তিনি বিষণ্ন গলায় বললেন , এখনো কানে ধরে আছিস কেন ? হাত নামা । আমি হাত নামালাম । স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন , তোকে শাস্তি দেয়াটা অন্যায় হয়েছে , খুবই অন্যায় । তোকে নদীর নাম বলতে বলেছি , তুই বলেছিস । আয় আরো কাছে আয় , তোকে আদর করে দেই ।

স্যার এমন ভঙ্গিতে মাথায় এবং পিঠে হাত বুলাতে লাগলেন যে আমার চোখে পানি এসে গেল । স্যার বিব্রত গলায় বললেন , আমি তোর কাছে থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম আর তুই বললি আড়িয়াল খাঁ । আমার মেজাজটা গেল খারাপ হয়ে । আচ্ছা এখন সুন্দর একটা নদীর নাম বল ।

আমি শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বললাম , ময়ূরাক্ষী । ময়ূরাক্ষী ? এই নাম তো শুনিনি । কোথাকার নদী ? জানি না স্যার । এই নামে আসলেই কি কোনো নদী আছে ? তাও জানি না স্যার । স্যার হালকা গলায় বললেন , আচ্ছা থাক । না থাকলে নেই । এটা হচ্ছে তোর নদী । যা জায়গায় গিয়ে বোস । এমনিতেই তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে ।

তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মনখারাপটা বাড়াচ্ছিস । আর কাঁদিস না । এই ঘটনার প্রায় বছর তিন পর ক্যান্সারে দীর্ঘদিন রোগভোগের পর মফিজ স্যার মারা যান । মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গিয়েছি । নোংরা একটা ঘরের নোংরা বিছানায় স্যার শুয়ে আছেন । মানুষ না — যেন কফিন থেকে বের করা মিশরের মমী ।

স্যার আমাকে দেখে খুব খুশি হলেন । উঁচুগলায় তাঁর স্ত্রীকে ডাকলেন , ওগো এই ছেলেটাকে দেখে যাও । এই ছেলের একটা নদী আছে । নদীর নাম ময়ূরাক্ষী । স্যারের স্ত্রী আমার প্রতি কোনোরকম আগ্রহ দেখালেন না । মুখ ঘুরিয়ে চলে গেলেন । স্যার সেই অনাদর পুষিয়ে দিলেন । দুর্বল হাতে টেনে তাঁর পাশে বসালেন । বললেন , তোর নদীটা কেমন বল তো ?

No.Books
1.শূন্য হুমায়ূন আহমেদ PDF
2.দেয়াল উপন্যাস PDF

ডাউনলোড করুন, Moyurakkhi Humayun Ahmed book pdf

Moyurakkhi Humayun Ahmed book pdf download

Click to Download

  1. ময়ূরাক্ষী বইটির লেখক কে?

    উত্তরঃ হুমায়ূন আহমেদ ৷

  2. বইটির প্রকাশনীর নাম?

    উত্তরঃ অনন্যা ৷

5/5(30 votes)
Scroll to Top