ময়ূরাক্ষী pdf download | Moyurakkhi Humayun Ahmed book pdf. | প্রিয় ভিউয়ার, আজকে ডাউনলোড করবেন(PDF Drive থেকে) হুমায়ূন আহমেদ এর লেখা সেরা উপন্যাস “ময়ূরাক্ষী” এবং বইটি অনন্যা কর্তৃক প্রকাশিত ৷ প্রতিদিন ফ্রি পিডিএফ পেতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
ময়ূরাক্ষী pdf download
ময়ূরাক্ষী উপন্যাস রিভিউঃ
- বইঃ ময়ূরাক্ষী
- লেখকঃ হুমায়ূন আহমেদ
- প্রকাশকঃ অনন্যা
- ফরম্যাটঃ পিডিএফ ফাইল
- ক্যাটাগরিঃ সমকালীন উপন্যাস বই
ময়ূরাক্ষী বই pdf download
ছোটবেলার কথা । ক্লাস সিক্সে পড়ি । জিওগ্রাফি পড়ান মফিজ স্যার । তিনি ক্লাসে ঢুকলে চেয়ার – টেবিলগুলো পর্যন্ত ভয়ে কাঁপে । স্যার মানুষটা ছোটখাটো , কিন্তু হাতের থাবাটা বিশাল । আমাদের ধারণা ছাত্রদের গালে চড় বসাবার জন্যে আল্লাহতালা স্পেশালভাবে স্যারের এই হাত তৈরি করে দিয়েছেন ।
স্যারের চড়েরও নানান নাম ছিল— রাম চড় , শ্যাম চড় , যদু চড় , মধু চড় । এর মধ্যে সবচে কঠিন চড় হচ্ছে রাম চড় , সবচে নরমটা হচ্ছে মধু চড় । স্যার সেদিন পড়াচ্ছেন বাংলাদেশের নদ – নদী । ক্লাসে ঢুকেই আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন , এই একটা নদীর নাম বল তো । চট করে বল ।
মফিজ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্যে আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায় । কান ভোঁ ভোঁ করতে থাকে । মনে হয় মাথার খুলির ভেতর জমে থাকা কিছু বাতাস কানের পরদা ফাটিয়ে বের হয়ে যাচ্ছে । কী ব্যাপার চুপ করে আছিস কেন ? নাম বল । আমি ক্ষীণস্বরে বললাম , আড়িয়াল খাঁ । স্যার এগিয়ে এসে প্রচণ্ড চড় বসিয়ে দিলেন । খুব সম্ভব রাম চড় ।
হুংকার দিয়ে বললেন , এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এল আড়িয়াল খাঁ ? সবসময় ফাজলামি ? কানে ধরে দাঁড়িয়ে থাক । আমি কানে ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইলাম । ঘণ্টা পড়ার মিনিট পাঁচেক আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন । আমার দিকে তাকিয়ে বললেন , কাছে আয় ।
আরও ডাউনলোড করুনঃ
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ বই PDF Download
আরেকটি চড় খাবার জন্যে আমি ভয়ে ভয়ে সারের কাছে এগিয়ে গেলাম । তিনি বিষণ্ন গলায় বললেন , এখনো কানে ধরে আছিস কেন ? হাত নামা । আমি হাত নামালাম । স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন , তোকে শাস্তি দেয়াটা অন্যায় হয়েছে , খুবই অন্যায় । তোকে নদীর নাম বলতে বলেছি , তুই বলেছিস । আয় আরো কাছে আয় , তোকে আদর করে দেই ।
স্যার এমন ভঙ্গিতে মাথায় এবং পিঠে হাত বুলাতে লাগলেন যে আমার চোখে পানি এসে গেল । স্যার বিব্রত গলায় বললেন , আমি তোর কাছে থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম আর তুই বললি আড়িয়াল খাঁ । আমার মেজাজটা গেল খারাপ হয়ে । আচ্ছা এখন সুন্দর একটা নদীর নাম বল ।
আমি শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বললাম , ময়ূরাক্ষী । ময়ূরাক্ষী ? এই নাম তো শুনিনি । কোথাকার নদী ? জানি না স্যার । এই নামে আসলেই কি কোনো নদী আছে ? তাও জানি না স্যার । স্যার হালকা গলায় বললেন , আচ্ছা থাক । না থাকলে নেই । এটা হচ্ছে তোর নদী । যা জায়গায় গিয়ে বোস । এমনিতেই তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে ।
তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মনখারাপটা বাড়াচ্ছিস । আর কাঁদিস না । এই ঘটনার প্রায় বছর তিন পর ক্যান্সারে দীর্ঘদিন রোগভোগের পর মফিজ স্যার মারা যান । মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গিয়েছি । নোংরা একটা ঘরের নোংরা বিছানায় স্যার শুয়ে আছেন । মানুষ না — যেন কফিন থেকে বের করা মিশরের মমী ।
স্যার আমাকে দেখে খুব খুশি হলেন । উঁচুগলায় তাঁর স্ত্রীকে ডাকলেন , ওগো এই ছেলেটাকে দেখে যাও । এই ছেলের একটা নদী আছে । নদীর নাম ময়ূরাক্ষী । স্যারের স্ত্রী আমার প্রতি কোনোরকম আগ্রহ দেখালেন না । মুখ ঘুরিয়ে চলে গেলেন । স্যার সেই অনাদর পুষিয়ে দিলেন । দুর্বল হাতে টেনে তাঁর পাশে বসালেন । বললেন , তোর নদীটা কেমন বল তো ?
No. | Books |
---|---|
1. | শূন্য হুমায়ূন আহমেদ PDF |
2. | দেয়াল উপন্যাস PDF |
ডাউনলোড করুন, Moyurakkhi Humayun Ahmed book pdf
-
ময়ূরাক্ষী বইটির লেখক কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ ৷
-
বইটির প্রকাশনীর নাম?
উত্তরঃ অনন্যা ৷