রিয়াদ থেকে মক্কার দূরত্ব কত, রিয়াদ থেকে মক্কা বাস ভাড়া কত এবং রিয়াদ থেকে মক্কা কোন দিকে অবস্থিত এমন প্রশ্নগুলোর উত্তর খুজতে অনেকেই গুগুলের সাহায্য নিয়েছেন ৷ নতুন সৌদি প্রবাসি ভাইয়েরা অথবা যারা হজ্জ করতে যাবেন বিশেষ করে আপনারা এই উত্তরগুলো খুজে থাকেন ৷ তাই আপনারা এই পোষ্টে আপনাদের সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন ৷
মক্কা-Mecca
মক্কা আরবিতে পুরো নাম ‘মাক্কাহ আল-মুকাররামাহ’ । সৌদি আরবের মক্কা প্রদেশের প্রশাসনিক কেন্দ্র। (সৌদি আরবের ১৩টি প্রদেশ রয়েছে।) ইসলাম ধর্মের পবিত্রতম শহর এই মক্কা নগরী। লোহিত সাগরের পাড়ের জেদ্দা নগরী থেকে ৭০ কিলোমিটার ভেতরে, সমুদ্র থেকে ২৭৭ মিটার বা ৯০৯ ফুট উঁচুতে অবস্থিত মক্কা। রাজধানী রিয়াদ ও জেদ্দার পর মক্কা সৌদি আরবের তৃতীয় জনবহুল শহর। তবে ভ্রমণকারীদের নিয়ে হিসেব করলে মক্কাকে পেছনে ফেলার কোনো উপায়ই নেই! তীর্থযাত্রীদের জমায়েতে জনসংখ্যা গিয়ে ঠেকে তিনগুণে!
মক্কা নগরী মহানবী হযরত মুহাম্মাদ (সা)-এর জন্মস্থান, পবিত্র কাবা গৃহের শহর এবং বার্ষিক হজ্ব ও উমরার কারণে ইসলামে বিশেষ মর্যাদার অধিকারী। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জীবনে অন্তত একবার পবিত্র হজ্ব পালন করা বাধ্যতামূলক। এ কারণেই প্রতি বছর এত তীর্থ যাত্রীর সমাগম হয় এ নগরীতে।
রিয়াদ থেকে মক্কা কত কিলোমিটার?
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মক্কার দূরত্ব কত এমন প্রশ্নের উত্তর খুজতে হয় প্রায় অধিকাংশ নতুন সৌদি প্রবাসিদের এবং প্রতি বছর হজ্জ উদ্দেশ্য যাওয়া হজ্জযাত্রীদের ৷
কেননা, রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যগামী সকলেরই জানা উচিৎ সেখানে যেতে কত সময় লাগে, পথের দূরত্ব কেমন এবং যানবাহনের ভাড়া কেমন ৷ সৌদি আরব একটি মরুভূমির দেশ, গাছপালা কম এবং প্রখর রৌদ্রময় একটি দেশ ৷ এতে করে যাত্রীদের প্রস্তুতির একটা বিষয় থাকে যা ভ্রমন হয় সহজ এবং নিরাপদ ৷
এখন আসুন জেনে নেই, রিয়াদ থেকে মক্কা কত কিলোমিটার? রিয়াদ থেকে মক্কার দূরত্ব রাস্তায় হিসাব করলে ৮৭০ কিলোমিটার বা ৫৪০ মাইল হয়(গুগুল ম্যাপ অনুসারে) ৷
এই দূরত্ব অনুসারে রিয়াদ থেকে মক্কা বাসে গেলে সময় লাগে প্রায় ৮ঘন্টা ৩০মিনিট ৷ তবে এক্ষেত্রে রাস্তার জ্যামের উপর অনেকাংশ নির্ভর করে ৷ জ্যামের কারনে কখনও আবার ৮ঘন্টা থেকে ১০ঘন্টাও লেগে যেতে পারে ৷
অন্যদিকে আকাশপথে বিমানে গেলে রিয়াদ থেকে জেদ্দা এর দূরত্ব হতে পারে ৭৯০ কিলোমিটার বা ৪৯০ মাইল (যেহেতু মক্কার কোনও বিমানবন্দর নেই) ৷ তারপর জেদ্দা থেকে বাসে করে রিয়াদে প্রায় ৮০ কিলোমিটার যেতে হয় ৷ জেদ্দা থেকে মক্কা প্রায় এক থেকে দেড় ঘন্টার পথ ৷
রিয়াদ থেকে মক্কা বাস ভাড়া কত?
রিয়াদ থেকে মক্কা বাস ভাড়া গাড়িভেদে ভিন্ন হতে পারে ৷ রাজধানী রিয়াদ টু মক্কা রুটে সরকারি বেসরকারি বিভিন্ন বাস চলাচল করে ৷ এদের মধ্যে রয়েছে সরকারিভাবে SAPTCO, আল-জাজিরা কোচ ৷ রিয়াদ টু মক্কা ৮৭০কিলোমিটার পথ যেতে প্রায় ৮ঘন্টা থেকে ১০ঘন্টা সময় নেয় ৷ SAPTCO (সৌদি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি) বাসের আনুমানিক ভাড়া স্ট্যান্ডার্ড বাসের ক্ষেত্রে প্রায় ১৫০-২০০ সৌদি রিয়েল এবং ভিআইপি বাসের ক্ষেত্রে ২০০-২৫০ সৌদি রিয়েল পর্যন্ত হয়ে থাকে ৷
একইভাবে আল-জাজিরা কোচ স্ট্যান্ডার্ড বাসের ক্ষেত্রে ১৫০-২০০ সৌদি রিয়েল এবং সেমি-লাক্সারি বাসের ক্ষেত্রে ২০০-২৫০ সৌদি রিয়েল হয়ে থাকে ৷ টিকেটের জন্য সরাসরি তাদের টিকিট কাউন্টার অথবা অনলাইনে কিনতে পারেন ৷ বাসের ভাড়া সময়েতে এবং বাস অনুসারে কম বেশি হতে পারে, তাই আপডেট টিকেটের মুল্য কত তা জানতে সরাসরি তাদের টিকেট কাউন্টারে ভিজিট করুণ অথবা অনলাইনে টিকিট ক্রয় করুণ ৷
রিয়াদ থেকে মক্কা যেতে কতক্ষণ সময় লাগে?
রিয়াদ থেকে মক্কা যেতে কেমন সময় লাগবে তা নির্ভর করে যানবাহন এবং জ্যামের উপর ৷ আপনি যদি বাস বা টেক্সিতে যেতে চান তখন ৮৭০ কিলোমিটার পথ অতিক্রম করতে মোটামোটি ৮ঘন্টা থেকে ১০ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে ৷ রাস্তার জ্যামের উপর নির্ভর করে সময় কম বেশি হতে পারে ৷
আর বিমানে গেলে কম সময়ে যেতে পারেন, সেক্ষেত্রে বিমান ভাড়ার টাকা একটু বেশি হবে ৷ বিমানে গেলে রিয়াদ থেকে জেদ্দা যেতে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ৷ তারপর জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা যেতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ৷
আরও পড়ুনঃ— সৌদি আরবের কোম্পানি নাম ৷
আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
রিয়াদ থেকে মক্কা কোন দিকে অবস্থিত?
মক্কা (Makkah) রিয়াদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অর্থাৎ রিয়াদ থেকে মক্কা যেতে আপনাকে প্রায় ৮৭০ কিলোমিটার(৫৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে যেতে হবে। আপনি বাসে গেলে প্রায় ৮-১০ঘন্টায় রিয়াদ থেকে মক্কা যেতে পারবে ৷ আর বিমানে গেলে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর(RUH) থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (JED) খুব দ্রুত সময় যেতে পারেন ৷ তারপর জেদ্দা থেকে মক্কায় বাসে করে প্রায় এক ঘন্টার মধ্যে যেতে পারেন, যা দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) হবে ৷
রিয়াদ থেকে মক্কা সবচেয়ে কম টাকায় কিভাবে যাওয়া যায়?
আপনি যদি কম টাকায় রিয়াদ থেকে মক্কা যেতে চান এবং একটু দীর্ঘ সময় নিয়ে (প্রায় ৮ঘন্টা-৯ঘন্টা), তাহলে বাসে করে যেতে পারেন ৷ কেননা বাসে একটু সময় বেশি লাগলেও কমটাকায় যেতে পারেন ৷ অন্যদিকে বিমানে গেলে সময় কম লাগবে কিন্তু টাকা একটু বেশি লাগবে ৷ তাই রিয়াদ থেকে মক্কায় সবচেয়ে কম টাকায় যেতে আপনাকে বাসে করে যেতে হবে ৷ রিয়াদ থেকে মক্কা হাইওয়ে রোটে অনেক সরকারি বেসরকারি বাস রয়েছে ৷ ভিআইপি এবং নন-ভিআইপি বাস হিসেবে টাকার পরিমান কমবেশি হতে পারে ৷