KSA Sim Number Check Code : সৌদি আরবে সিমের নাম্বার চেক করতে প্রতিটি সিমের আলাদা কোড রয়েছে ৷ আপনি সৌদি প্রবাসি হয়ে থাকলে মাত্র একটি কোড ডায়াল করে নিজের সিমের নাম্বার নিজেই দেখে নিতে পারেন ৷ এই পোষ্টে প্রতিটি সিমের জন্য আলাদা আলাদা কোড রয়েছে, কাংক্ষিত কোডটি ডায়াল করে মোবাইল নাম্বার দেখে নিন ৷
কাজের সন্ধ্যানে প্রতি বছর হাজার হাজার প্রবাসি সৌদি আরব যান ৷ সৌদি প্রবাসিদের মধ্যে সবথেকে বেশি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের ৷ তাই দেশে পরিবারের সাথে কথা বলার জন্য সেদেশের একটি সিম প্রয়োজন ৷ সৌদি প্রবাসিদের জন্য সবচেয়ে জনপ্রিয় সিমগুলো হলো ফ্রেন্ডি মোবাইল, লেবারা মোবাইল, ভার্জিন মোবাইল, মোবিলি, জেইন এবং এসটিসি ৷ অনেকে নিজের মোবাইল নাম্বার ভুলে যান, তাদের জন্য নিচে লিষ্ট আকারে মোবাইল নাম্বার চেক কোড দেওয়া হয়েছে ৷
Saudi Arabia All Sim Number Check Code
নাম্বার দেখার যতোগুলো সিস্টেম রয়েছে, তার মধ্যে সবচেয়ে সহজ এবং সময় কম লাগে কোড ডায়াল করে ৷ নিচে সকল সিম নাম্বার চেক কোডগুলো দেওয়া হলো :-
সিমের নাম | USSD Code |
---|---|
সালাম সিম(Salam) | *107# অথবা *108# |
মোবাইলি সিম(Mobily) | *222# |
জেন সিম(Zain) | *144# |
এসটিসি সিম(STC) | *150# |
ফ্রেন্ডি সিম(Friendi) | *110# |
রেডবুল(RedBull) | *580# |
ভার্জিন সিম(Virgin) | *106# |
জাউই(Jawwy) | *150# |
লেবারা(Lebara Mobile) | *000# |
কোড ডায়াল করে কিভাবে সকল সিমের নাম্বার চেক করবেন
- ফোনের ডায়াল প্যাডে ডুকুন ৷
- ঐ সিমের নাম্বার চেক কোড ডায়াল করুণ ৷
- কিছুক্ষনের মধ্যে সিমের নাম্বারটি দেখাবে ৷
কোড ডায়াল করার আগে জেনে নিনঃ
- সিম কার্ডটি মোবাইলে লাগানো থাকতে হবে ৷
- মোবাইলে ডায়ালিং অ্যাপটি থাকতে হবে ৷
- এরিয়ায় নেটওয়ার্ক থাকতে হবে ৷
- সিমটি সচল থাকতে হবে ৷
সালাম সিমের নাম্বার চেক কোড দেখুন
আপনি যদি সালাম(Salam) সিমের নাম্বার ভুলে যান, মাত্র একটি কোড ডায়ালে সহজে নিজের নাম্বারটি দেখে নিতে পারেন ৷ সিমের নাম্বার চেক কোড হলো *107# অথবা *108#. যেকোনো একটি কোড ডায়াল করে জেনে নিন ৷ বিস্তারিতভাবে দেখুন সালাম সিমের নাম্বার দেখার নিয়ম ৷
মোবাইলি সিমের নাম্বার দেখার কোড
মোবিলি সিমের নাম্বার দেখার কোড হলো *222#. এই কোড ডায়াল করে মোবাইল নাম্বার চেক করতে পারেন ৷ আপনার ফোনের ডায়ালিং প্যাডে কোডটি বসিয়ে মোবাইলি সিম থেকে ডায়াল করুন ৷ না বুজে থাকলে কিভাবে Mobily সিমের নাম্বার দেখবেন বিস্তারিত জানুন ৷
জেন সিমের নাম্বার Check Code
জেন সিমের নাম্বার দেখতে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে ৷ কোডটি হলো *144#. এই কোডটি ফোনের ডায়াল বার থেকে ডায়াল করে নিজের নাম্বারটি জানতে পারেন ৷ আপনি যদি আরও বিস্তারিতভাবে কতগুলো পদ্ধতির মাধ্যমে জেন সিমের নাম্বার দেখতে চান, এখানে ভিজিট করুন ৷
STC নাম্বার চেক কিভাবে করবেন
সৌদি আরবে জনপ্রিয় সিমগুলোর মধ্যে এসটিসি(STC) রয়েছে ৷ দেশি, প্রবাসি অনেকেই সিমটি কিনে থাকেন ৷ আপনি যদি এসটিসি সিমের নাম্বার চেক করতে চান, তাহলে ফোনের ডায়াল থেকে ডায়াল করুন *150# নম্বরে ৷ এই কোড ডায়াল করে সাথে সাথে মোবাইল নাম্বারটি দেখতে পারেন ৷
মোবাইল নাম্বার চেক করার অন্যান্য পদ্ধতি
কোড ডায়াল ছাড়াও মোবাইল নাম্বার চেক করার আরও কিছু পদ্ধতি রয়েছে ৷ তবে এসকল পদ্ধতি অনেকের ঝামেলা মনে হতে পারে ৷ আপনি যদি কোড ডায়ালের মাধ্যমে নাম্বার চেক করতে ব্যর্থ হোন, তাহলে নিচের যেকোনো একটি মাধ্যমে জেনে নিতে পারেন ৷ পদ্ধতিগুলো হলো,,
SMS পাঠিয়েঃ- প্রতিটি সিমের আলাদা আলাদা পরিষেবা কোড রয়েছে ৷ মেসেজ অপশনে গিয়ে কিছু লিখে অথবা ফাকা ঘর রেখে তাদের পরিষেবা নাম্বারে পাঠিয়ে দিলে ফিরতি একটি এসএমএসে নাম্বারটি দেখতে পারেন ৷
কল করার অনুরোধ করেঃ- আপনার বন্ধু অথবা ফেমিলির কাউকে কল বা SMS করার অনুরোধ করে নিজের সিমের নাম্বার জেনে নিতে পারেন ৷ এটি করার জন্য আপনার ডায়াল অপশন থেকে *সিমের কোড*বন্ধুর নাম্বার# ডায়াল করতে হবে ৷ যেমনঃ জেন সিমের জন্য কোড *123*05XXXXXXXX#. এই কোড ডায়াল করার পর অটোমেটিক বন্ধুর নাম্বারে “Call Me” মেসেজ চলে যাবে ৷ তারপর সে আপনাকে কল বা SMS এর মাধ্যমে নাম্বারটি জানিয়ে দিবেন ৷
CITC ওয়েবসাটঃ- CITC ওয়েবসাটের মাধ্যমে সহজে ভুলে যাওয়া সিমের নাম্বার দেখতে পারেন ৷ এতে ইকামা নাম্বার প্রয়োজন পড়বে ৷ ওয়েবসাইটে ইকামা নাম্বার দিয়ে এবং আপনার জন্ম তারিখ বসিয়ে সাবমিট করলে, ঐ ইকামা নাম্বারের অধীনে যতোগুলো সিম রেজিষ্টেশন করা রয়েছে, সবগুলো সিমের নাম্বার জানতে পারবেন ৷
হেল্পলাইন কলঃ- প্রতিটি সিমের একটি Helpline নাম্বার রয়েছে ৷ হেল্পলাইনে কল করে তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে নিজের সিমের নাম্বার জেনে নিতে পারেন ৷
সবশেষ
আশা করি এই আর্টিকেলটি সৌদি প্রবাসিদের খুব উপকারে আসবে ৷ আপনারা এখন থেকে খুব সহজে একটি কোড ডায়ালের মাধ্যমে যেকোনো সিমের নাম্বার চেক ( Sim Number Check ) করতে পারবেন ৷ তাছাড়া আপনি যদি বিস্তারিতভাবে আরও কতগুলো পদ্ধতির মাধ্যমে মোবাইল নাম্বার দেখতে চান প্রিয়বিডি”তে খুজুন ৷ আমরা সৌদি আরবের সবগুলো সিম নাম্বার চেক, ব্যালেন্স চেক, এমবি এবং অফার চেক কোড আলোচনা করেছি ৷