STC Balance Check : সৌদি আরবের এসটিসি(STC) সিমের ব্যালেন্স চেক করার চারটি উপায় রয়েছে ৷ যেমন কোড ডায়াল করে, একটি এসএমএস পাঠিয়ে, হেল্পলাইনে কল করে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ৷ আপনি যেকোনো উপায়ে STC সিমের ব্যালেন্স চেক করতে পারেন ৷ ব্যালেন্স চেক করার স্টেপগুলো নিচে আলোচনা করা হয়েছে ৷
STC (সৌদি টেলিকম কোম্পানি)
STC সৌদি আরবের বৃহত্তম টেলিকম সিম কোম্পানি ৷ STC ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় ৷ এটি ব্যক্তি বা ব্যবসা উভয় কাজে ব্যবহার করা হয় ৷ এসটিসি(STC) সবথেকে বেশি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে ব্যবহৃত হয় ৷ STC প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান সহ আন্তর্জাতিক কলিং, এসএমএস এবং মোবাইল ডেটা পরিষেবাগুলো দিয়ে যাচ্ছে ৷ এটি গ্রাহকদের 5G সহ উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা দিয়ে যাচ্ছে ৷ এদের সবচেয়ে জনপ্রিয় মোবাইল এপ MySTC, যেখানে গ্রাহক ব্যালেন্স চেক(STC Balance Check), ইন্টারনেট চেকসহ যাবতীয় কাজগুলো সহজে করতে পারেন ৷
কোড ডায়াল করে এসটিসি ব্যালেন্স চেক | STC Balance Check by Dialing Code
এসটিসি সিমের ব্যালেন্স চেক করার জন্য সবচেয়ে সহজ এবং কমন পদ্ধতি হলো কোড ডায়াল করে দেখা ৷ STC সিম কার্ডটি যদি আপনার মোবাইল ফোনে থাকে তাহলে খুব সহজে মাত্র একটি কোড ডায়াল করে সিমের ব্যালেন্স দেখতে পারেন ৷ তাহলে নিচের স্টেপগুলো ফলো করুণ,
স্টেপঃ—১
- প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে যান ৷
- ডায়াল করুন
*166#
এবং STC সিমটি কত নাম্বারে রয়েছে কল বাটনে ক্লিক করুণ ৷ - ডায়াল করার পর আপনার সামনে একটি বার্তা দেখাবে, যেখানে অবশিষ্ট ব্যালেন্স রয়েছে ৷
এভাবে খুব সহজে কোড ডায়াল করার মাধ্যমে আপনার STC সিমের অবশিষ্ট ব্যালেন্স জানতে পারেন ৷
আরও পড়ুনঃ—
এসএমএস এর মাধ্যমে এসটিসি ব্যালেন্স চেক | STC Balance Check via SMS
আপনি যদি একটি এসএমএস পাঠানোর মাধ্যমে STC ব্যালেন্স চেক করতে চান তাহলে এই দ্বিতীয় পদ্ধতি দেখুন ৷ মাত্র একটি SMS পাঠিয়ে সহজে সিমের অবশিষ্ট ব্যালেন্স জানতে পারেন ৷ আপনার কাজ শুধু একটি SMS পাঠানো ৷ STC সিস্টেম ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে ব্যালেন্স জানিয়ে দিবে ৷ তাহলে নিচের স্টেপগুলো দেখুন,
স্টেপঃ—২
- মোবাইলের এসএমএস(SMC) অপশনে যান ৷
- SMS এ লিখুন “166” এবং সেন্ড করুণ 900 নাম্বারে ৷
- তারপর ফিরতি একটি এসএমএস(SMS) এর মাধ্যমে আপনার বর্তমান ব্যালেন্স জানতে পারবেন ৷
এভাবে একটি এসএমএসের মাধ্যমে আপনার STC সিমের মোবাইল ব্যালেন্স জানতে পারেন ৷
এসটিসি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক | STC Balance Check Through Mobile app
STC সিমের ব্যালেন্স চেক করার জন্য আরেকটি সহজ পদ্ধতি হলো তাদের নিজস্ব মোবাইল অ্যাপ(MySTC) ৷ MySTC মোবাইল অ্যাপের মাধ্যমে সিমের ব্যালেন্স, ইন্টারনেট, মিনিট, SMS সহ সকল ফিচারগুলো সহজে দেখতে পারেন ৷ আপনি একবার মোবাইলে অ্যাপটি ইনস্টল করে লগিন করে নিলে যেকোনো সময় সিমের ব্যালেন্স চেক করতে পারেন ৷ আসুন দেখে নেই কিভাবে MySTC Mobile app এর মাধ্যমে সিমের ব্যালেন্স চেক করবেন,
স্টেপঃ—৩
- আপনার ফোনে থাকা গুগল প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে MySTC অ্যাপটি ডাউনলোড করুন ৷
- আপনার STC নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট তৈরি করুণ ৷
- লগইন করার পরে আপনার ব্যালেন্স হোম স্ক্রিনে দেখাবে ৷
এভাবে অ্যাপে একবার লগইন করে নিলে যেকোনো সময় আপনি ব্যালেন্স চেক করতে পারেন ৷ সেখানে ব্যালেন্স এর সাথে মিনিট, ইন্টারনেট, এসএমএস চেক করতে পারবেন ৷ এভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন ৷
হেল্প লাইনে কল দিয়ে এসটিসি ব্যালেন্স চেক | STC Balance Check by Helpline Number
STC কাস্টমার কেয়ার নাম্বার 900. এই নাম্বারে কল করে STC ব্যালেন্স জেনে নিতে পারেন ৷ তবে এই পদ্ধতিটি সর্বশেষ এবং একটু কঠিন মনে হতে পারে ৷ এভাবে ব্যালেন্স চেক করতে খুব কম লোককেই দেখা যায় ৷ আপনি STC এর হেল্প লাইন(900) কল করলে IVR বা গ্রাহক পরিষেবা প্রতিনিধি আপনাকে সিমের বর্তমান ব্যালেন্স জানিয়ে দিবে ৷ আসুন জেনে নেই কিভাবে হেল্প লাইনের মাধ্যমে মেইন ব্যালেন্স জানবেন,
- আপনার ফোনের STC সিম থেকে 900 নাম্বারে কল করুণ ৷
- ব্যালেন্স জানতে পরবর্তী ইনস্ট্রাকশন গুলো ফলো করুণ ৷
এভাবে কাষ্টমারকেয়ার হেল্প লাইনে কল দিয়ে এসটিসি ব্যালেন্স চেক করা যায় ৷
সর্বশেষ
প্রিয় ভিউয়ার, আপনারা অনেকেই আছেন যারা সৌদি আরবে নতুন প্রবাসি অথবা হজ্জ বা উমরাহ করতে গেছেন, কিন্তু সেখানে সৌদি STC সিম কিনছেন কিন্তু ব্যালেন্স চেক(STC Balance Check) করে কিভাবে জানেন না, তাদের জন্য এই পোষ্ট উপকারে আসবে ৷ আপনারা ব্যালেন্স চেক করার জন্য চারটি পদ্ধতি জেনেছেন ৷ যেকোনোটির মাধ্যমে এসটিসি ব্যালেন্স চেক করতে পারবেন ৷ এমন সব গুরুত্বপূর্ণ পোষ্ট পেতে প্রিয়বিডি”র সাথে থাকুন ৷ ধন্যবাদ ৷