এসটিসি এমবি চেক ও সিমের অফার | STC Internet Balance Check

5/5(1 vote)

STC Internet Balance Check: এসটিসি এমবি চেক কিভাবে করে ও সিমের ইন্টারনেট অফার কিভাবে দেখবো এমন প্রশ্ন অনেক সৌদি প্রবাসি ভাইরা করে থাকেন ৷ এই পোষ্টে আপনারা পাঁচটি পদ্ধতির যেকোনো একটি অবলম্বন করে এসটিসি(STC) ইন্টারনেট ব্যালেন্স চেক ও অফারগুলো খুব সহজে জানতে পারবেন ৷

এসটিসি এমবি চেক ও সিমের অফার | STC Internet Balance Check

এসটিসি এমবি চেক ও সিমের অফার | STC Internet Balance Check

আপনি কিভাবে খুব সহজে এসটিসি এমবি(MB) চেক ও সিমের অফার দেখবেন তা নিয়ে পাঁচটি পদ্ধতি আলোচনা করা হয়েছে ৷ পদ্ধতিগুলো একনজর দেখে নিনঃ-

  • পদ্ধতিঃ USSD কোড ডায়াল ৷
  • পদ্ধতিঃ MySTC অ্যাপের মাধ্যমে ৷
  • পদ্ধতিঃ STC ওয়েবসাইটের মাধ্যমে ৷
  • পদ্ধতিঃ SMS এর মাধ্যমে ৷
  • পদ্ধতিঃ কল সেন্টারে কল দিয়ে ৷

পদ্ধতি-১ঃ USSD কোড ডায়াল করে এসটিসি এমবি চেক ও সিমের অফার জানা

এসটিসি(STC) এমবি চেক ও সিমের অফারগুলো জানার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো কোড ডায়াল করে জানা ৷ মাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজে STC এমবি চেক ও সিমের অফার জানতে পারেন ৷ আসুন স্টেপ বাই স্টেপ কোড ডায়ালের মাধ্যমে সিমে কত এমভি(MB) রয়েছে যেনেনেই,,

1. কোড ডায়াল করে STC ইন্টারনেট ব্যালেন্স চেক

  • ফোনের ডায়াল পেডে যান ৷
  • এসটিসি(STC) ইন্টারনেট ব্যালেন্স চেক কোড 8885# ডায়াল করুন ৷
  • কিছুক্ষনের মধ্যে ইন্টারনেট ব্যালেন্সসহ মেয়াদ দেখাতে পারবেন ৷

2. কোড ডায়াল করে STC সিমের ইন্টারনেট অফার চেক

  • ফোনের ডায়াল অপশনে যান ৷
  • সিমের ইন্টারনেট অফার চেক কোড *888# ডায়াল করুন ৷
  • কিছুক্ষনের মধ্যে সিমের ইন্টারনেট প্যাকেজ সহ একটি তালিকি পাবেন ৷
  • আপনার পছন্দমতো অফারটি কিনুন ৷

আরও পড়ুনঃ-

পদ্ধতি-২ঃ MySTC অ্যাপের মাধ্যমে STC Internet Balance Check and offer code

STC এমবি(MB) চেক ও অফার দেখার জন্য দ্বিতীয় যে পদ্ধতি সবচেয়ে কার্যকর তা হলো MySTC অ্যাপের মাধ্যমে ৷ একবার অ্যাপে লগিন করে নিলে যেকোনো সময় আপনি ইন্টারনেট ও অফার দেখতে পারেন ৷ আসুন পদ্ধতিগুলো দেখে নেই,,

1. MySTC অ্যাপের মাধ্যমে এমবি চেক

  • ফোনের গুগল প্লে স্টোর(অ্যান্ড্রয়েডের জন্য) বা অ্যাপল অ্যাপ স্টোর(আইফোনের জন্য) এ যান ৷
  • MySTC অ্যাপ খুজে ডাউনলোড করুন এবং ইনস্টল করুন ৷
  • নতুন হয়ে থাকলে STC মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট করে লগিন করুণ ৷
  • লগিন করার পর MySTC ড্যাশবোর্ডে একাউন্ট ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট, এসএমএস দেখতে পারবেন ৷

2. MySTC অ্যাপের মাধ্যমে সিমের ইন্টারনেট অফার চেক

  • MySTC অ্যাপে লগিন করার পর ড্যাশবোর্ডে ইন্টারনেট প্যাকেজের বিভিন্ন অফার দেখতে পারবেন ৷
  • পছন্দমতো আপনার এমবি অফারটি কিনতে পারেন ৷
  • তাছাড়াও অ্যাপের “মাই অফার” অপশনে গেলে আপনার সিমের জন্য প্রযোজ্য কিছু অফার দেখতে পারবেন ৷ যেকোনো একটি ক্রয় করে নিন ৷

পদ্ধতি-৩ঃ STC ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স ও অফার চেক

STC এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স ও অফার দেখতে পারেন ৷ কিভাবে দেখবেন নিচে দেখুন,,

  • যেকোনো একটি ব্রাউজারে যান ৷
  • তাদের অফিসিয়াল ওয়েবসাইটে(STC) প্রবেশ করুণ ৷
  • নতুন হলে STC আইডি বা ফোন নম্বর দিয়ে একাউন্ট করে লগিন করুণ ৷
  • ওয়েবসাইট ড্যাশবোর্ডে সিমের সকল ইনফোরমেশন যেমন একাউন্ট ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট, এসএমএস দেখতে পারবেন
  • একই সাথে ইন্টারনেট প্যাকেজে গেলে সময় ভিত্তিক বিভিন্ন ইন্টারনেট অফারগুলো দেখতে পারবেন ৷
  • আপনার সুবিধামতো অফারটি বাছাই করুণ ৷

পদ্ধতি-৪ঃ SMS এর মাধ্যমে এসটিসি এমবি চেক ও সিমের অফার

এসএমএস পাঠিয়ে খুব সহজে এসটিসি এমবি ও সিমের অফার চেক করতে পারেন ৷ সৌদি এসটিসি গ্রাহক হিসেবে প্রতিদিন দশটি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন ৷ একনজর দেখে নিন,,

1. SMS এর মাধ্যমে এসটিসি ইন্টারনেট ব্যালেন্স চেক

  • মোবাইলের মেসেজ অপশনে যান ৷
  • মেসেজ লিখুন “2220” এবং পাঠিয়ে দিন 900 নম্বরে ৷
  • কিছুক্ষনের মধ্যে একটি ফিরতি মেসেজে আপনাকে আপনার STC সিমের ইন্টারনেট ব্যালেন্স কত জানিয়ে দেওয়া হবে ৷ একই সাথে মেয়াদ কতদিন রয়েছে তাও জানতে পারবেন ৷

2. SMS এর মাধ্যমে ইন্টারনেট অফার চেক

  • মেসেজে এ যান ৷
  • মেসেজ লিখুন “Offer” তারপর পাঠিয়ে দিন 900 নম্বরে ৷
  • কতক্ষন পর একটি মেসেজে এসটিসি সিমের সকল ইন্টারনেট অফারগুলোর তালিকা আকারে পেয়ে যাবেন ৷
  • তালিকা থেকে কোড ডায়াল করে আপনার পছন্দের অফারটি বেচে নিন ৷

পদ্ধতি-৫ঃ STC কল সেন্টারে কল করে MB চেক ও সিমের অফার জানা

আপনি এসটিসি গ্রাহক হয়ে থাকলে তাদের নাম্বারে কল করে ইন্টারনেট ব্যালেন্স চেক ও সিমের অফারগুলো জেনে নিতে পারেন ৷

  • মোবাইলের ডায়ালে চলে যান ৷
  • STC Helpline নাম্বার 900 তে কল করুণ ৷
  • তাদের ভয়েস প্রম্পটগুলো অনুসরণ করুন ৷
  • ভাষা নির্বচণ করুণ ৷
  • ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (IVR) এ ফ্রিতে ডাটা ব্যালেন্স ও অফার জানতে পারবেন, তাদের দেওয়া প্রম্পটগুলো অনুসরণ করে ৷
  • আরও বিস্তারিত তথ্যের জন্য এজেন্ট প্রতিনিধির সাথে কথা বলতে পারেন ৷

সবশেষ

প্রিয় প্রবাসি, আপনারা এখন থেকে খুব সহজে এসটিসি এমবি চেক( STC Internet Balance Check) এবং এই সিমের অফারগুলো দেখতে পারেন ৷ এই পোষ্টে পাঁচটি পদ্ধতি আলোচনা করেছি ৷ আপনারা যে সিস্টেমে সহজ মনে হয়, সেভাবে ইন্টারনেট ব্যালেন্স চেক করে নিতে পারেন ৷ একই সাথে অফারগুলোও দেখে নিতে পারেন ৷ আরও দরকারি পৌষ্টগুলো পেতে প্রিয়বিডি”র সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷৷

Scroll to Top