এসটিসি নাম্বার চেক | STC Number Check in Saudi Arabia

5/5(2 votes)

STC Number Check : এসটিসি নাম্বার চেক কিভাবে করবেন অথবা সহজ উপায় কিভাবে নিজের এসটিসি(STC) সিমের নাম্বার চেক করবেন তা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন ৷ কতগুলো পদ্ধতি রয়েছে, যেকোনো মাধ্যমে আপনি নিজের নাম্বার চেক করতে পারেন ৷

এসটিসি নাম্বার চেক | STC Number Check in Saudi Arabia

সৌদি আরবে অনেক বাংলাদেশি প্রবাসি রয়েছে অথবা প্রতি বছর হজ্জ, উমরাহ করতে হজ্জযাত্রীরা সৌদি যেতে হয় ৷ তখন সৌদি একটি সিমের প্রয়োজন পড়ে ৷ যারা সৌদিতে নতুন এসটিসি(STC) সিম কিনেন, আপনারা অনেকেই নিজের STC মোবাইল নাম্বার ভুলে যান ৷ আপনারা কিভাবে খুব সহজে ভুলে যাওয়া নিজের এসটিসি নাম্বার চেক করবেন, তার কতগুলো পদ্ধতি রয়েছে ৷ যেকোনো একটি পদ্ধতির মাধ্যমে নাম্বারটি দেখে নিতে পারেন ৷

  1. কোড ডায়াল করে এসটিসি নাম্বার চেক ৷
  2. নিজের STC সিম থেকে অন্য মোবাইলে SMS পাঠিয়ে(ফ্রিতে) নাম্বার চেক করতে পারেন ৷
  3. এসটিসি কাস্টমার কেয়ার সার্ভিসে কল করে ৷
  4. CITC ওয়েবসাইট থেকে চেক করে ৷
  5. MySTC অ্যাপের মাধ্যমে ৷

USSD কোড ডায়াল করে এসটিসি নাম্বার চেক | STC Sim Number Check Code

এসটিসি(STC) সিমের নাম্বার দেখার সবচেয়ে কার্যকরী এবং সহজ মাধ্যম হলো USSD কোড ডায়াল করে ৷ আপনি সৌদিতে নতুন প্রবাসি হয়ে থাকলে অথবা যেকোনো গ্রাহক একটি মাত্র কোড ডায়াল করে নিজের নাম্বার নিজে দেখে নিতে পারেন ৷ আপনার মোবাইলে বর্তমানে সিম কার্ডটি লাগানো থাকলে ডায়াল পেডে কোডটি ডায়াল করলে কিছুক্ষনের মধ্যে একটি বার্তা দেখাবে, যেখানে আপনার নাম্বারটি দেখাবে ৷ তাহলে আসুন কোডের মাধ্যমে কিভাবে নাম্বার চেক করবেন তার পদ্ধতিগুলো দেখে নেই,,

স্টেপ—১ঃ

  1. আপনার ফোনের ডায়াল পেড এ চলে যান ৷
  2. এসটিসি নাম্বার চেক করতে ডায়াল করুন *150#.(একের অধিক সিম থাকলে STC সিম সিলেক্ট করে ডায়াল করুণ) ৷
  3. ডায়াল করার কিছুক্ষনের মধ্যে STC নাম্বারটি দেখাবে ৷

এভাবে কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজে নিজের নাম্বার(STC) নিজে দেখে নিতে পারেন ৷

আরও দেখুনঃ

ফ্রি SMS এর মাধ্যমে এসটিসি নাম্বার চেক | How to Check Your STC Number via a Free SMS

আপনার যদি কোড ডায়াল করার মাধ্যমে সিম নাম্বার জানতে কোন সমস্যা হয়, তাহলে ফ্রি একটি এসএমএস(SMS) বন্ধু বা অন্যকারো মোবাইলে পাঠিয়ে তাকে করার অনুরোধ করতে পারেন এবং নিজের নাম্বারটি জানতে পারেন ৷ SMS করতে সিম অ্যাকাউন্টে ব্যালেন্স থাকার প্রয়োজন নেই ৷ আপনি বিনামূল্যে মেসেজটি পাঠিয়ে তাকে আপনার নাম্বারটি বলার অনুরোধ করতে পারেন ৷ আসুন জেনে নেই কিভাবে একটি SMS এর মাধ্যমে নিজের এসটিসি নাম্বার চেক করবেন,,

স্টেপ—২ঃ

  1. প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যান ৷
  2. ডায়াল করুণ 177055XXXXXXX# ( 055XXXXXXX এখানে আপনার বন্ধুর নাম্বার বসাবেন, যাকে SMS করবেন ) ৷
  3. ডায়াল করার পর আপনি একটি মেসেজ করতে পারবেন, সেখানে লিখতে পারেন “দয়া করে আমাকে কল করুণ” ৷
  4. তারপর বন্ধু SMS পেলে আপনাকে কল করলে তার কাছ থেকে আপনার মোবাইল নাম্বার জেনে নিতে পারেন ৷

এভাবে একটি ফ্রি এসএমএসের মাধ্যমে বন্ধুর কাছ থেকে আপনার মোবাইল নাম্বার জেনে নিতে পারেন ৷ প্রতিদিন ফ্রি এভাবে দশটি SMS করতে পারবেন ৷

কাস্টমার কেয়ার সার্ভিসে কল করে STC Number Check

এসটিসি কাস্টমার কেয়ার সার্ভিসে কল করে নিজের নাম্বার চেক করতে পারেন ৷ কাস্টমার কেয়ার প্রতিনিধিকে আপনার সিমের নাম্বার কত তা একটি SMS এর মাধ্যমে জানিয়ে দিতে বলতে পারেন ৷ সেক্ষেত্রে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে আপনার একাউন্টে ব্যালেন্স থাকতে হবে ৷ আসুন জেনে নেই কিভাবে কাস্টমার কেয়ার প্রতিনিধির মাধ্যমে এসটিসি সিমের নাম্বার চেক করবেন,,

স্টেপ—৩ঃ

  1. STC কাস্টমার কেয়ার নাম্বার 900.
  2. আপনার মোবাইলের ডায়াল পেড থেকে নাম্বারে কল করুণ ৷
  3. কল করার পর কাস্টমার কেয়ার এজেন্টের সাথে কথা বলার জন্য অনুরোধগুলো ফলো করুন ৷
  4. সবশেষে এজেন্টকে বলুন আপনার মোবাইল নাম্বারটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দিতে ৷

এভাবে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে এসটিসি সিমের নাম্বার জেনে নিতে পারেন ৷

CITC ওয়েবসাইটের মাধ্যমে STC Number Check

CITC হলো একটি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি কমিশন ওয়েবসাইট ৷ এই সাইট ব্যবহার করে STC KSA নাম্বার চেক করতে পারেন ৷ তাছাড়াও আপনার আইডিতে কতগুলি একটিভ সিম নিবন্ধিত রয়েছে তা দেখতে পারবেন ৷ তার জন্য প্রয়োজন পড়বে ইকামা নম্বর বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নাম্বার ৷ তাহলে জেনে নেই CITC ওয়েবসাইটের মাধ্যমে এসটিসি নাম্বার চেক করার প্রক্রিয়া,,

স্টেপ—৪ঃ

  1. CITC ওয়েবসাইটে চলে যান ৷
  2. “মাই নাম্বার” ঘরে আপনার ইকামা নম্বর বা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিন ৷
  3. আপনার ফোনে একটি মোবাইল ভেরিফিকেশন কোড আসবে ৷
  4. কোড দিয়ে লগিন করলে আপনার আইডিতে নিবন্ধন করা সকল সিমের লিষ্ট দেখাবে ৷

এভাবে CITC ওয়েবসাইটের মাধ্যমে নিজের নাম্বার চেক করতে পারেন ৷

MySTC অ্যাপের মাধ্যমে এসটিসি নাম্বার চেক

এসটিসি সিমের মোবাইল অ্যাপ MySTC এর মাধ্যমে খুব সহজে এবং যেকোনো সময় নিজের সিমের নাম্বার দেখতে পারেন, যদি অ্যাপে লগিন করা থাকে ৷ তাই প্রথমেই সিম ক্রয় করার পর মোবাইল নাম্বার দিয়ে একটি একাউন্ট করে নিতে হবে ৷ একাউন্টে লগিন করার পর অ্যাপে ডুকে নাম্বার দেখতে পারেন ৷ এরজন্য আপনার STC নাম্বার জানা থাকলে প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে MySTC এপটি ডাউনলোড করে লগিন করে নিবেন ৷ তারপর নাম্বার ভুলে গেলে অ্যাপে ডুকে দেখতে পারেন ৷ এভাবে MySTC অ্যাপের মাধ্যমে খুব সহজে এসটিসি(STC) নাম্বার চেক করতে পারেন ৷

সবশেষ

আশা করি এখন থেকে উপরের পদ্ধতিগুলোর যেকোনো একটির মাধ্যমে এসটিসি সিম নাম্বার চেক (STC Number Check) করতে পারবেন ৷ অনেক প্রবাসিরা রয়েছেন, যারা সৌদি আরবে গিয়ে নতুন এসটিসি(STC) সিম কিনেন কিন্তু নিজের নাম্বার ভুলে যান ৷ তাদের জন্য এই পোষ্ট উপকারে আসবে ৷ এমনসব গুরুত্বপূর্ণ পোষ্ট পেতে প্রিয়বিডি”র সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

Scroll to Top