কবি সুফিয়া কামাল MCQ বা বহুনির্বাচনি প্রশ্নোত্তর | Sufia Kamal mcq
01
বেগম সুফিয়া কামালের জন্মস্থান কোথায়?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) বরিশাল ৷
02
কবি সুফিয়া কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) শায়েস্তাবাদ গ্রামে ৷
03
কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) ১৯১১ খ্রিষ্টাব্দে ৷
04
কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলায়?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) কুমিল্লা ৷
05
কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) সৈয়দ নেহাল হোসেন ৷বিস্তারিত…
06
কবি সুফিয়া কামালের দ্বিতীয় স্বামীর নাম কি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) কামালউদ্দিন আহমেদ ৷
07
সুফিয়া কামালের প্রথম স্বামী কত সালে মারা যায়?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) ১৯৩২ ৷
08
বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (D) গীতিকবি ৷
09
সুফিয়া কামালের উপাধি কি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) শ্রেষ্ট মহিলা কবি ৷
10
বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) একজন কবি ও সমাজসেবক ৷
11
সুফিয়া কামাল সম্পর্কে কোন তথ্যটি যথার্থ?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) তাঁর স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন ৷
12
কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ্য কোনটি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) মায়া কাজাল ৷
13
কোনটি সুফিয়া কামালের কবিতা কোনটি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) তাহারেই পড়ে মনে ৷
14
নিচের কোনটি সুফিয়া কামাল লিখেছেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) একাত্তরের ডায়েরি ৷
15
শিশুদের জন্য সুফিয়া কামাল লেখেন-
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (D) ইতল বিতল ৷
16
কবি সুফিয়া কামাল মুমূর্ষু ধরা প্রাণকে জাগ্রত করার আহ্বান জানিয়েছিলেন কাকে?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) অরণ্য কন্যাকে ৷
17
সুফিয়া কামাল কতসালে মৃত্যুবরণ করেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (D) ১৯৯৯ সালে ৷
যারা বিভিন্ন পরিক্ষা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য খুব উপকারে আসবে ৷ কবি সুফিয়া কামাল সম্পর্কে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর(Sufia Kamal mcq)
সুফিয়া কামাল সম্পর্কে সংক্ষিপ্ত বা জ্ঞানমূলক প্রশ্নোত্তর
-
সুফিয়া কামালের জন্ম কোথায়?
উত্তরঃ সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে নানার বাড়িতে ৷
-
কবি সুফিয়া কামালের নানার নাম কি?
উত্তরঃ কবি সুফিয়া কামালের নানার নাম সৈয়দ মুয়াজ্জেম হোসেন চৌধুরী।
-
সুফিয়া কামালের পিতার নাম কি?
উত্তরঃ সুফিয়া কামালের পিতার নাম সৈয়দ আব্দুল বারী বি এল।
-
সুফিয়া কামালের পিতা কোন গ্রামের বাসিন্দা ছিলেন?
উত্তরঃ সুফিয়া কামালের পিতা ব্রাহ্মণবাড়িয়া জেলার শিলভির গ্রামের বাসিন্দা ছিলেন ৷
-
সুফিয়া কামালের পৈত্রিক নিবাস কোথায়?
উত্তরঃ সুফিয়া কামালের পৈত্রিক নিবাস কুমিল্লায় ৷
-
সুফিয়া কামালের স্বামীর নাম কি?
উত্তরঃ সুফিয়া কামালের স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন(প্রথম স্বামী) ৷
-
সম্পর্কের দিক দিয়ে সৈয়দ নেহাল হোসেন সুফিয়া কামালের কি হতো?
উত্তরঃ সম্পর্কের দিক দিয়ে সৈয়দ নেহাল হোসেন সুফিয়া কামালের জ্ঞাতি ভাই হতো ৷
-
স্বামীর মৃত্যুর পর সুফিয়া কামাল কী করতেন?
উত্তরঃ স্বামীর মৃত্যুর পর সুফিয়া কামাল কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।
-
সুফিয়া কামালের কয় সন্তান?
উত্তরঃ সুফিয়া কামালের এক মেয়ে ৷
-
সুফিয়া কামালের দ্বিতীয় স্বামীর নাম কি?
উত্তরঃ সুফিয়া কামালের দ্বিতীয় স্বামীর নাম কামাল উদ্দিন ৷ ২৮ বছর বয়সে, ১৯৩৯ সালে দ্বিতীয় বিয়ে করেন ৷
-
সুফিয়া কামালের একমাত্র গল্পগ্রন্থ কোনটি?
উত্তরঃ সুফিয়া কামালের একমাত্র গল্পগ্রন্থ কেয়ার কাঁটা
(১৯৩৭)। -
সুফিয়া কামাল কি কি পুরষ্কার পেয়েছেন?
উত্তরঃ সুফিয়া কামাল বাংলা একাডেমী পুরষ্কার, একুশে পদক ও নাসির উদ্দিন স্বর্ণপদক পুরষ্কার পেয়েছেন ৷
-
সুফিয়া কামাল কত সালে মারা যান?
উত্তরঃ সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০শে নভেম্বর মারা যান ৷
আরও পড়ুনঃ