Who is the proponent of the concept of Global Village? | প্রিয় ভিউয়ার, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “বিশ্বগ্রাম বাক্যটির প্রবক্তা কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
[M.C.Q] বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?
Question: Who is the proponent of the concept of Global Village?
A. | রবার্ট ম্যাকরামারা |
B. | ম্যাকলুহান |
C. | টনি বেয়ার |
D. | অলব্রাইট |
- বিশ্বগ্রাম বাক্যটির প্রবক্তা হলেন ম্যাকলুহান ৷ তাকে গ্লোবাল ভিলিজ বা Global Village বা বিশ্বগ্রামের জনক বলা হয় ৷
- বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাধ্যমটি সেটি হলো যোগাযোগ ৷ কেননা সহজে যোগাযোগের মাধ্যমেই পুরো বিশ্ব এখন একটি গ্রামে পরিনত হয়েছে ৷
- ইন্টারনেট (Internet) এর কারণে পৃথিবী বিশ্বগ্রামে পরিণত হয়েছে আজ ৷
- বিশ্বগ্রামের মূল ভিত্তি হলো নিরাপদ তথ্য আদান-প্রদান ৷
- বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান পাঁচটি ৷ যথাঃ হার্ডওয়্যার , প্রোগ্রামসমূহ , ব্যক্তিবর্গের সক্ষমতা , ডেটা , ইন্টারনেট সংযুক্ততা ইত্যাদি ।
- পৃথিবীতে বিশ্বগ্রামে পরিণত করতে যে নেটওয়ার্ক টি পরিচিত তা হলো WAN.
- ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার কথাটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত ৷
-
বিশ্বগ্রাম কি?
উত্তর: বিশ্বগ্রাম (Global village) হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে একে অন্যকে সেবা প্রদান করে ৷
-
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ কী কী?
উত্তরঃ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ হলোঃ
হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি , প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার , ব্যক্তিবর্গের সক্ষমতা , ডেটা বা ইনফরমেশন , ইন্টারনেট সংযুক্ততা ইত্যাদি । -
বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি?
উত্তরঃ বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি ৷ অর্থাৎ ইন্টারনেট কানেক্টিভিটি বিশ্বগ্রামের মেরুদণ্ড হিসেবে পরিচিত ৷