What is Britain’s finance minister called? | ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলে? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
প্রশ্নঃ ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়? | What is Britain’s finance minister called?
- ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়?
- ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলে?
- ব্রিটেনের অর্থমন্ত্রীকে কোনটি বলা হয়?
উত্তরঃ চ্যান্সেলর অব এক্সচেকার ৷
আরও কিছু গুরুত্ত্বপূর্ণ প্রশ্নঃ
- ইউরোপের ‘ লৌহ মানবী ‘ নামে পরিচিত কে ? উত্তরঃ মার্গারেট থ্যাচার ।
- মার্গারেট থ্যাচারের জন্ম ও মৃত্যু সাল কত ? উত্তরঃ জন্ম -১৩ অক্টোবর ১৯২৫ ও মৃত্যু -৮ এপ্রিল ২০১৩ ।
- মার্গারেট থ্যাচার কোন যুদ্ধের সাথে জড়িত একটি নাম ? উত্তরঃ ফকল্যান্ড যুদ্ধ !
- মার্গারেট থ্যাচার কত বছর ইংল্যান্ডের শাসন ক্ষমতায় ছিলেন ? উত্তরঃ ১১ বছর ( ১৯৭৯-৯০ পর্যন্ত ) ।
- ‘ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব ? উত্তরঃ ব্রিটেনের ।
- ‘চ্যান্সেলর অব একচেকার ‘ কী ? উত্তরঃ ব্রিটেনের অর্থমন্ত্রীর উপাধি ।
- মার্গারেট থ্যাচার কোন দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী ছিলেন ? উত্তরঃ কনজারভেটিভ পার্টি ।
- ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি কী ? উত্তরঃ সেক্রেটারী ফর ফরেন এন্ড কমনওয়েলথ এফেয়ার্স ।
- কোন দেশের কোন লিখিত সংবিধান নেই ? উত্তরঃ ব্রিটেনের । ( এছাড়াও নিউজিল্যান্ড , কুইন্সল্যান্ড , স্পেন ) ।
- প্রিন্সেস ডায়নাকে কোথায় সমাহিত করা হয় ? উত্তরঃ আলথর্পে ।
- ব্রিটেনের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে ছিলেন ? উত্তরঃ রবার্ট ওয়ালপোল ।
- ব্রিটেনের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায় কত সালে ? উত্তরঃ ১৯১৮ সালে ।
- ‘ইউনিয়ন জ্যাক’ কোন দেশের জাতীয় পতাকার নাম ? উত্তরঃ ব্রিটেন ।
-
ব্রিটেনের সাংবিধানিক নাম কি?
উত্তরঃ গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য।
-
ব্রিটেনের আইনসভার নাম কি?
উত্তরঃ পার্লামেন্ট ৷
-
ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি?
উত্তরঃ ব্রিটিশ পার্লামেণ্টের উচ্চকক্ষ লর্ডসভা ৷
-
ব্রিটেনের লর্ড সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তরঃ লর্ড চ্যান্সেলর।